ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান নেই ঢাকা টেস্টে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অনুপস্থিতি ভাবাচ্ছে দলকে। দ্বিতীয় টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি, বুধবার। প্রথম টেস্টে পাওয়া ঊরুর চোটে ছিটকে গেছেন সাকিব। তাকে ছাড়া খেলার আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানালেন আশার কথা।
চট্টগ্রাম টেস্টে হারের ধাক্কা সামলে উঠতে চায় দল। চলুন দেখে নেই ম্যাচের আগে কী বললেন টেস্ট অধিনায়ক।
প্রসঙ্গ চট্টগ্রামে ৩ উইকেটে হার…
যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তাভাবনা না করাই ভালো। অতীতের পজিটিভ জিনিস নিয়ে সামনে এগোতে চাই। দলের সবাই পজিটিভ আছে। সবাই পজিটিভ আছে। কালকের টেস্টে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করব। এই ম্যাচ জেতার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। পরিস্থিতির কারণে কিছু সিদ্ধান্ত নিতে হয়। ওরকম কিছু সিদ্ধান্ত নিতে হবে।
দল কী চাপে..
ভারত সফর করেন বা পাকিস্তান, আন্তর্জাতিক ক্রিকেটে বড় দল ছোট দল যেই হোক, হারলে তো চাপ থাকেই। সেই হিসেবে চাপ আছে। এরকম পরিস্থিতিতে কখনো আমরা পড়িনি। এখান থেকে অনেক কিছু শিখতে পারব, বিশেষ করে কীভাবে চাপ সামলাতে হবে, কীভাবে বল করতে হবে।
মিরপুরে উইকেট কেমন হবে?
উইকেট কাল বুঝতে পারব, এখনো বোঝা যাচ্ছে না। একাদশও কন্ডিশনের উপর নির্ভর করছে। অবশ্যই পেসারদের প্রাধান্য দেওয়া হবে। উইকেট দেখে পেসার স্পিনারদের ব্যাপারে সিদ্ধান্ত নিব।
দলে নেই সাকিব আল হাসান..
সাকিব ভাই যেহেতু নেই, দুইজন খেলোয়াড়কে দলে নিতে হবে এটা শুধু আমি না আপনারা সবাই জানেন। সেই জায়গায় দুইজন খেলোয়াড় হয়ত নতুন করে খেলবে। যেহেতু সাদমান নেই, পরিবর্তন আসতে পারে। সাকিব ভাই যেহেতু নেই মাঝখানেও একটা পরিবর্তন হতে পারে, ছয় নম্বরে।
সাকিব ভাই না থাকলে দুইটা খেলোয়াড় নিতে হয়। সে কারণে ব্যাটিং বোলিং দুইটাই পারে এরকম খেলোয়াড়ের দরকার ছিল। সে কারণেই হয়ত সৌম্যকে দলে নেওয়া হয়েছে।
জিনিসগুলো যেভাবে নিবেন আরকি। সাকিব নেই, দল চলবে না, পৃথিবী চলবে না, বাংলাদেশ চলবে না এটাও না। এর আগেও সাকিব ভাই ছিলেন না, তখনো বাংলাদেশ ভালো খেলেছে। সত্যি কথা আমি ওভাবে চিন্তা করছি না। সাকিব ভাইর না থাকা নিয়ে চিন্তা করছি না, বিষয়টা যেন মাথায় না থাকে সেই চেষ্টা করছি।
প্রসঙ্গ রিভিউ। চট্টগ্রামে বেশ ভুগেছে দল…
এগুলো তো তাৎক্ষনিক সিদ্ধান্ত। এসব নিয়ে এত বেশি কথা বলার কিছু নেই। এসব তাৎক্ষনিক সিদ্ধান্তে মাঝেমাঝে দ্বিধা সৃষ্টি হয়। কারণ খুব কম সময় থাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমার যেটা মনে হয়, অধিনায়ক হিসেবে যেটা মনে করি- এসব তাৎক্ষনিক সিদ্ধান্তের উপরই নির্ভর করে।
Discussion about this post