দল পেয়েছে নতুন স্পিন বোলিং কোচ। রঙ্গনা হেরাথ যোগ দিয়েছেন টাইগার শিবিরে। জিম্বাবুয়ে সফরে তার পরামর্শ পেতে শুরু করেছেন বাংলাদেশ দলের স্পিনাররা। দলও প্রস্তুত। প্রস্তুতি ম্যাচ শেষে এবার একমাত্র টেস্ট ম্যাচটি খেলার অপেক্ষায় মুমিনুল হকের দল। তার আগে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গুরু রঙ্গনা হেরাথকে পেয়ে খুশি। একইসঙ্গে সাকিব আল হাসান ফিরেই সাফল্য পেলেন। তার বন্দনাও করলেন মিরাজ।
সন্দেহ নেই হেরাথ কিংবদিন্ত ক্রিকেটার। তার পরামর্শ বেশ কাজেন দেবে। রোববার মিরাজ বলেন, ‘দেখুন, আমাদের নতুন যে স্পিন কোচ আছেন, তিনি (হেরাথ) আমাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছেন। অনেক সফল বোলার তিনি। আমাদের সঙ্গে তিন চার দিন কাজ করেছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিকাল যেসব দিক নিয়ে কাজ করছেন তিনি। এসব যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’
দিন কয়েকেই শিষ্যদের মন জয় করে নিয়েছেন হেরাথ। যেমনটা ভিডিও বার্তায় জানাচ্ছিলেন মিরাজ। এই অলরাউন্ডার বলেন, ‘তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী। মানসিক সমর্থনটাও তার কাছ থেকে আমরা পাচ্ছি। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি যেসব কৌশল আমাদের দেখাচ্ছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে খুব উপকার হবে আমাদের।’
সাকিব ফিরে ব্যাট হাতে প্রস্তুতি ম্যাচে করেন ফিফটি। বল হাতে নেন ৩ উইকেট। মিরাজ এনিয়ে বলছিলেন, ‘স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে সাকিব ভাই খুব ভালো শুরু করেছেন। সাকিব ভাইকে ভালো সমর্থন দিয়েছি আমিও। এটা আমাদের দলের জন্য সুবিধার, কারণ স্পিনাররা উইকেট পেয়েছি। স্পিনাররা যদি উইকেট পাই অথবা রান থামিয়ে রাখতে পারি তাহলে দলের জন্য ভালো।
আগামী ৭ জুলাই বাংলাদেশ জিম্বাবুয়ের একমাত্র টেস্ট শুরু হারারেতে। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।
টেস্ট দল-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
Discussion about this post