ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঝ পথেই ইনজুরিতে পড়েছিলেন তিনি। হ্যামস্ট্রিং নিয়ে চলে যান মাঠের বাইরে। সেই ধাক্কায় দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দেখা যায়নি তাকে। এমন কী চট্টগ্রামে প্রথম টেস্টের দলেও ছিলেন না সাকিব আল হাসান। কিন্তু স্বস্তির খবর শনিবার থেকে শুরু ঢাকা টেস্টের বাংলাদেশ দলে আছেন এই তারকা অললাউন্ডার। এই খবরটাতেই হাসিমুখ মুমিনুল হকের।
সাকিব দলে শক্তি বাড়ায় ও সঠিক ভারসাম্য ফিরে এসেছে মনে করেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন তিনি। সেই ২০১৯ সালে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পর টেস্ট দলের নেতৃত্ব পান মুমিনুল। এই ব্যাটসম্যানের অধিনায়কত্বে এখন অব্দি ১০ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে দুটিতে সাকিবকে পেয়েছেন তিনি।
ফের তাকে পেয়ে খুশি মুমিনুল। দলও আছে চাপে। ৮ উইকেটে প্রথম টেস্টে হেরেছে। মিরপুরে দ্বিতীয় টেস্টে সফরকারীদের মুখোমুখি হওয়ার আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলেন মুমিনুল বলেন, ‘দেখুন, সাকিব ভাই দলে এলে সব কিছু একটু সহজ হয়। এখন পর্যন্ত তার সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। উনি এলে, অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম কন্বিশনের জন্য তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।’
কথাটা ভুল নয়। সাকিব দলে থাকা মানে একজন বাড়তি বোলার কিংবা ব্যাটসম্যান নিয়ে খেলা। এর পাশে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ তো আছেনই। অবশ্য টেস্টে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ভাল নয়। আগের ১২ বারের দেখায় ১১টিই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ ড্র। এবার যদি সাকিবের ফেরায় দল দেখে জয়ের মুখ!
Discussion about this post