এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। রোববারের নিলামে দল পেয়েছেন কাটার মাস্টার। সঙ্গে সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন তামিম ইকবালও। পিএসএলের আগের আগে পেশোয়ার জালমির হয়ে খেলেন সাকিব-তামিম। কিন্তু নিলামের আগে দলটি তামিমকে ছেড়ে দেয়। শেষ পর্যন্ত আবারও এই ওপেনারকে দলে নিল পেশোয়ার। মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে লাহোর কালান্দার।
লাহোরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে নিজেদের পছন্দের খেলোয়াড় কেনার সুযোগ পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশে ও বিদেশি ৫০১ জন ক্রিকেটারকে নিয়ে নিলাম অনুষ্ঠিত হয়।
পেশওয়ার ছেড়ে দেওয়াতে ডায়মন্ড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছিল তামিমের নাম। সঙ্গে ছিলেন মুস্তাফিজও। নিলামের দ্বিতীয় রাউন্ডেই দুজনকে ডেকেছে পেশোয়ার ও লাহোর। তামিমের দলে গেছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, আর মুস্তাফিজের আগে লাহোর তাদের দলে নিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিন ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে।
Discussion about this post