বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট মানেই ডাক মিলবে সাকিব আল হাসানের। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) তার ব্যাতিক্রম হচ্ছে না। দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল আছেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া ২০ ওভারের এই ক্রিকেটে পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব-তামিম।
পিএসএলের ড্রাফটে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে জালমির ফ্র্যাঞ্চাইজি।
যদিও এই টুর্নামেন্টের প্রথম আসরে করাচি কিংসে খেলেছেন সাকিব। তারা টাইগার অলরাউন্ডারকে এবার রাখেনি। তবে পেশোয়ার জালমি ধরে রাখে তামিমকে। কিন্তু পিএসএলে দল পাননি শাহরীয়ার নাফিস, সৌম্য সরকার এবং শুভাগত হোম চৌধুরী।
এদিকে প্লেয়ার্স ড্রাফটে শহীদ আফ্রিদি, ইয়ান মরগান ও ওয়াহাব রিয়াজকে টেনেছে সাকিবের দল পেশোয়ার। বলা দরকার পিএসএলের দ্বিতীয় আসরও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
Discussion about this post