ঘরোয়া ক্রিকেটে ফের সুদিন আসছে তারকা ক্রিকেটারদের। কেননা, উঠে যাচ্ছে প্লেয়ার বাই চয়েজের রীতি। এখন পারিশ্রমিক বাড়িয়ে নেয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তেমনই দেখা যাবে। তাইতো মুখে হাসি তারকা ক্রিকেটারদের।
প্লেয়ার বাই চয়েজের বাধ্যবাধকতা কারণে ক্লাবগুলো থেকে মাত্র ৩০ লাখ টাকা পারিশ্রমিক পেতেন দেশের শীর্ষ তারকারা। কিন্তু এখন তার আকাশ ছুঁয়ে যাবে। সেই ২০১৪-১৫ মৌসুমের মতো মোটা অংকের অর্থ পাবেন তারকারা।
স্টেডিয়াম পাড়ায় গুঞ্জন- ঢাকা প্রিমিয়ারে সাকিব-তামিমরা ৬০ লাখেরও বেশি পারিশ্রমিক পেতে পারেন এবার।দু’জন ছাড়াও বিশেষ করে মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ লাখের বেশি পাবেন।
যদিও এখনো প্রিমিয়ারের দল-বদলের তারিখ ঠিক হয়নি। তবে দলগুলো গোপনে গোপনে প্রস্তুতি সেরে রাখছেন। মৌখিক কথাও নাকি পাকাপোক্ত করে নিচ্ছেন। ক্রিকেটাররা শ্রীলঙ্কায় উড়াল দেয়ার আগেই নাকি এনিয়ে ক্লাবগুলোর সঙ্গে কথা হয়েছে! প্লেয়ার্স বাই চয়েজ উঠে যাওয়ার খবরে দারুণ খুশি তারকা ক্রিকেটাররা।
Discussion about this post