ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের মাটিতে খেলা। নেই সাকিব আল হাসান-তামিম ইকবাল। কি করবে বাংলাদেশ? এমন হাজারও প্রশ্ন ছিল ক্রিকেট প্রেমিদের মনে। তবে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মাদের বিপক্ষে ইতিহাস গড়া জয়ে সব উত্তর দিয়েছে টিম টাইগার্স।
দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের অপরাজিত ৪৩ বলে ৬০ রানে ভর করে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এরফলে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম টাইগার্স।
রবিবার টস জিতে আগে বল হাতে ভারতকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট তুলে নিয়ে ১৪৮ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। জবাবে মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানে ভর করে ৩ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। মুশিরে ইনিংসে ছিল ৮ চার ও ১টি ছয়। অন্য প্রান্তে মাহমুদউল্লাহ ১৫ রানে ছিলেন অপরাজিত। এরআগে সৌম্য করেন ৩৫ বলে ৩৯।
জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে রবিবার শুরুতেই লিটনকে হারায় বাংলাদেশ। এ ধাক্কা সামলে নিয়েছিল বাংলাদেশ। অভিষিক্ত মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার প্রথম ৬ ওভারে ৪৫ রান এনে দেন। ঠিক সে সময় ২৮ বলে ২৬ রান করে ফিরেন নাঈম। ৫৪ রানে দ্বিতীয় উইকেত হারাল বাংলাদেশ। চাহালের লেগ স্পিন থেকে রানই বের করতে পারছিলেন না মুশফিকুর রহিম ও সৌম্য। তবে দ্রুতই খোলস ছেড়ে বের হন তারা। কিন্তু ১৭তম খলিল আহমেদের বিভ্রান্ত হয়ে বোল্ড হলেন সৌম্য। ৩৫ বলে ৩৯ রানের ইনিংসে দুই ছক্কার সঙ্গে এক চার ছিল তার। ১৮তম ওভারের তৃতীয় বলে আবার জীবন পেলেন মুশফিক। ৩৮ রানে আরেকবার জীবন পেলেন তিনি।
জিততে শেষ ১২ বলে ২২ রান দরকার ছিল বাংলাদেশের। সেটা করে ফেলেন মুশফিক-মাহমুদউল্লাহ। ৬০ রানে অপরাজিত ছিলেন মুশফিক।
এর আগে অধিনায়ক মাহমুদউল্লাহর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন পেস বোলাররা। প্রথম ৫ বলে দুই চার মারা রোহিত শর্মাকে (৯) ওভারের শেষ বলে এলবিডব্লু করেছেন শফিউল ইসলাম। পরে আমিনুল ফেরান শ্রেয়াস আয়ার। তবে ইনিংসের একপ্রান্ত ধরে রেখেছিলেন শিখর ধাওয়ান। কিন্তু যখনই ইনিংসের গতি বাড়ানো দরকার ছিল তখনই রান আউট হয়ে গেছেন ধাওয়ান। দলকে ৯৫ রানে রেখে ফিরেছেন এই ওপেনার। তার ৪২ বলে ৪১ রানের ইনিংসে ছিল ৩ চার ও এক ছক্কা। এর পর ইনিংস ধরে রাখার কাজ করেছেন ঋষভ পন্ত (২৬ বলে ২৭ রান)। ৬ উইকেটে ১২০ রান তোলা ভারত তবু লড়াকু ইনিংস গড়ে।
শেষ দুই ওভারেই ঝড় তুলেছে ভারত। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ৫ বলে ১৪ রানে ও ক্রুনাল পান্ডিয়ার ৮ বলে ১৫ রানে ৩০ রান এসেছে ১৯ ও ২০তম ওভারে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৪৮/৬ (ধাওয়ান ৪১, রোহিত ৯, রাহুল ১৫, শ্রেয়াস ২২, পান্ত ২৭, দুবে ১, পান্ডিয়া ১৫*, সুন্দর ১৪*; শফিউল ৪-০-৩৬-২, আল আমিন ৪-০-২৭-০, মুস্তাফিজ ২-০-১৫-০, আমিনুল ৩-০-২২-২, সৌম্য ২-০-১৬-০, আফিফ ২-০-১৫-০, মোসাদ্দেক ১-০-৮-০, মাহমুদউল্লাহ ১-০-১০-০)
বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১৫৪/৩ (লিটন ৭, নাঈম ২৬, সৌম্য ৩৯, মুশফিক ৬০*, মাহমুদউল্লাহ ১৫*; চাহার ৩-০-২৪-১, সুন্দর ৪-০-২৫-০, খলিল ৪-০-৩৭-১, চেহেল ৪-০-২৪-১ , পান্ডিয়া ৪-০-৩২-০, দুবে ০.৩-০-৯-০ )।
Discussion about this post