প্রত্যার্বতনের সিরিজে নিজেকে ঠিকঠাক চেনাতে পারছেন না সাকিব আল হাসান। বল হাতে কিছুটা পারলেও বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে অনেকটাই হতাশ করছেন এই অলরাউন্ডার। তবে মাহমুদউল্লাহ রিয়াদ পাশে আছেন সতীর্থের। তার বিশ্বাস সহসাই ফর্মে ফিরবেন সাকিব। এমন কী শুক্রবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিরতে পারেন রানে।
শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তার আগে গণমাধ্যমে কথা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানেই সাকিব প্রসঙ্গে মুখ খুলেন রিয়াদ।
টস প্রসঙ্গে…
টস টা বেশ গুরুত্বপূর্ন কারণ যে তাপটা গত কয়েকদিন ছিল ওটাই একটা ফ্যাক্টর ছিল। এটা কোন এক্সকিউজ না বাস্তবতা। হয়ত বা দুই তিন দিনের বৃষ্টিতে হয়ত ওই উল্লাসটা এসেছে। যেটা আমরা দেখলাম যে টস টা অনেক গুরুত্বপূর্ণ এবং ইনশাল্লাহ তামিম টস টা জিতবে এবং ভাল শুরু করতে পারব।
সাকিব:
সাকিব নিয়ে বলার কিছু নাই। হি নোজ হিজ গেম। ও জানে কখন কি করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আছে এটা কোন জোক না। ও জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভাল হবে। হয়ত বা প্রথম ম্যাচে ভাল একটা শুরু পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি খুবই নিশ্চিত যে কালকের ম্যাচে ভাল ইনিংস খেলবে।
মুশফিকের সঙ্গে পার্টনারশিপ…
আল্লাহই ভাল জানেন। আলহামদুলিল্লাহ আমাদের জুটিগুলো ভালই হচ্ছে। চেষ্টা করব যে আমরা দুজন আরও অবদান রাখতে পারি।
Discussion about this post