অবশেষে সাকিব আল হাসানের দলবদল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কেটে গেল। দেশসেরা এই ক্রিকেটার নিজের ইচ্ছে অনুযায়ী দলবদল করতে পারলেন। সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে তিনি ফ্রি প্লেয়ার।
তাইতো বৃহস্পতিবারই গাজী ট্যাংক ক্রিকেটার্সে (লিজেন্ডস অব রুপগঞ্জ) নাম লেখালেন সাকিব। পুলের বাইরে থাকা ক্রিকেটারদের দলবদলের দ্বিতীয় দিন পছন্দের ক্লাবটিতে যোগ দিলেন তিনি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ সিসিডিএম অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সারেন তিনি। এ সময় পাশে ছিলেন ক্লাবটির স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল।
সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ১৫ সেপ্টেম্বর। সব কিছু ঠিক থাকলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরু থেকেই খেলতে পারবেন এ অলরাউন্ডার।
বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের জন্য পুলের একটি জায়গা খালি রেখেছিল গাজী ট্যাংক ক্রিকেটার্স। এর আগে পুলের ক্রিকেটারদের মধ্যে গাজী ট্যাংক ক্রিকেটার্সে নাম লিখিয়েছেন তামিম ইকবাল এবং রুবেল হোসেন।
দুই মৌসুম আগে লুৎফর রহমান বাদলের তত্বাবধায়নে ভিক্টোরিয়া স্পোটি ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব। সেই সময় একই দলে ছিলেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবালও। সাকিব-তামিম এবং বাদল-এই তিনজনের রসায়নে দুর্দান্ত খেলে প্রিমিয়ার ক্রিকেটের ট্রফি জিতেছিল সেবার ভিক্টোরিয়া।
পরের মৌসুমে যাতে এই তিনের জুটি জমতে না পারে সেজন্য বিসিবি প্লেয়ার্স বাই চয়েস নামের দলবদলের অদ্ভুত নিয়ম-নীতির প্রচলন করে। ক্লাবগুলো লটারির পদ্ধতিতে ক্রিকেটারদের দলে পাবে-এই হাস্যকর নিয়মের ফ্যাঁকড়ায় পড়ে তামিম-সাকিব-বাদল ভেঙ্গে যায়।
তবে গত মৌসুমে গাজী ট্যাংক ক্রিকেটার্স ক্লাব কিনে নিজের নতুন ক্লাব গড়েন বাদল এবং সাকিব-তামিমকে ছাড়াই তাকে দল গড়তে হয়। সেই দল নিয়েই লুৎফর রহমান বাদলের গাজী ট্যাংক ক্রিকেটার্স সবাইকে চমকে দিয়ে প্রিমিয়ারের ট্রফি জেতে।
আর এবার ফের সাকিব-তামিম ফিরে এসেছেন বাদলের ক্লাবে। এবার সবমিলিয়ে দলের শক্তি আরও বেশি।
কোন সন্দেহ নেই এবারেও প্রিমিয়ারের ট্রফি জয়ের হট ফেভারিট দল বাদলের লিজেন্ডস অব রূপগঞ্জ (গাজী ট্যাংক ক্রিকেটার্স)। তবে এখনিই এতদুরের চিন্তা করছেন না বাদল-‘আমি আগে আমার দলকে সুপার লিগে দেখতে চাই। তারপর ধীরে ধীরে স্বপ্নের পরিধি বাড়াবো। দলবদলে আমি সবসময় সেরা দল গড়তে চাই। সাকিব-তামিমের মতো দেশের সেরা দুই তারকাকে আরেকবার দলে নিয়ে আমি এবারো সেরা দলই গড়েছি। আশা করছি মাঠের ক্রিকেটেও আমরা সাফল্য দেখাতে পারবো।’
এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী ট্যাংক ক্রিকেটার্সের নেতৃত্বে দেখা যাবে সাকিব আল হাসানকে।
Discussion about this post