ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ! জ্বরের কারনে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে পারেন নি সাকিব আল হাসান। তিন বছর আগে তার নৈপুন্যেই কিউইদের ৪-০’তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সিরিজের সর্বোচ্চ রান ছিল তাঁর (২১৩)। আবার সবচেয়ে বেশি উইকেটও (১১টি) নিয়েছিলেন সাকিব। ৪ ওয়ানডের তিনটিতেই ম্যাচসেরা।
সাকিব তীব্র জ্বর নিয়ে সোমবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। জ্বর বাড়ায় রাত দশটার দিকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাকিবকে। মঙ্গলবার ফিজিও বিভাব সিং খবরটা নিশ্চিত করে বলেন, ‘সাকিবের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু জ্বর নিশ্চিত হওয়া গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।’ এর অর্থ ওয়ানডে সিরিজে খেলা অনিশ্চিত হয়ে গেল সাকিবের।
এমনিতে মৌসুমে জ্বরে ভুগছেন মুশফিকুর রহীম এবং মমিনুল হকও। ঢাকা টেস্টে জ্বর নিয়েই সেঞ্চুরি করেছিলেন মমিনুল।
সাকিব ছিটকে যাওয়ায় একাদশে জায়গা পেলেন আরেক অলরাউন্ডার নাঈম ইসলাম।
Discussion about this post