ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তানের শুরুটা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল টস হেরে ব্যাট করতে নেমে বুঝি বড় সংগ্রহ গড়বে সফরকারীরা। হজরতউল্লাহ জাজাই ঝড়ে শুরুটা ছিল বেশ। ৯.২ ওভারে রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে তুলেন ৭৫ রান। কিন্তু এরপরই দৃশ্যপট পাল্টে দেয় বাংলাদেশের বোলাররা।
শেষ ১০.৪ ওভারে আফগানরা তুলতে পারে কেবল ৬৩ রান।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করেছে আফগানিস্তান।
আগের তিন ম্যাচে বল করতে পারেন নি আফিফ হোসেন। বোলিং পেয়ে প্রথম ওভারেই নেন উইকেট। ফিরিয়ে দিলেন ঝড় তোলা হজরতউল্লাহ জাজাইকে।৩৫ বলে ছয় চার ও দুই ছক্কায় ৪৭ রান করেন জাজাই। এই ওভারেই তুলে নেন আসগর আফগানের উইকেট।
এই ম্যাচেই অনন্য এক মাইলফলকে পা রাখেন সাকিব। টি-টুয়েন্টিতে সাকিবের ৩৫০তম শিকার মোহাম্মদ নবি।আফগান এই ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করে নিজের সাড়ে তিনশতম উইকেট নেন এই স্পিনার।
প্রথম বাংলাদেশী হিসেবে সাড়ে তিনশ উইকেট ক্লাবের সদস্য হলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন ব্রাভো (৪৫০ ম্যাচে ৪৯০ উইকেট), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২৮৬ ম্যাচে ৩৮৫ উইকেট), ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ( ৩৩৩ ম্যাচে ৩৭৬ উইকেট) ও চতুর্থ বোলার হিসেবে এই মাইলফলকে (৩০২ ম্যাচে ৩৫০ উইকেট) রেখেছেন পা সাকিব।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৮/৭ (রহমানউল্লাহ ২৯, জাজাই ৪৭, আসগর ০, নাজিবউল্লাহ ১৪, নবি ৪, নাইব ১, শফিকউল্লাহ ২৩*, জানাত ৩, রশিদ ১১*; সাইফ ৪-০-২৩-১, শফিউল ৪-০-২৪-১, সাকিব ৪-০-২৪-১, মাহমুদউল্লাহ ১-০-১৬-০, মুস্তাফিজ ৩-০-৩১-১, মোসাদ্দেক ১-০-১০-০, আফিফ ৩-১-৯-২)
Discussion about this post