ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস মোকাবিলায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। যেভাবে পারছেন দুস্থদের সাহায্য করছেন। সে ধারাবাহিকতা ধরে রাখতে এবার এ অলরাউন্ডার নিজের প্রিয় ব্যাট বিক্রি করলেন। অনলাইন নিলামে সাকিবের ব্যাটের দাম উঠেছে ২০ লাখ টাকা। ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা।
সাকিবের ব্যাটটি রাজ নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি নিলাম থেকে কিনে নিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রাজ। সাকিবও তাকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যাট বিক্রির প্রাপ্ত অর্থ যোগ হবে সাকিবেরই ফাউন্ডেশনে। সেখান থেকে সহায়তা করা হবে দুঃস্থদের।
বুধবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনে সাকিবের ব্যাটের নিলাম চলার কথা ছিল। পরে আরও ১৫ মিনিট অপেক্ষা করা হয়। সারা বিশ্ব থেকেই সাকিবের প্রিয় ব্যাটটি পেতে ক্রিকেটভক্তরা আগ্রহ দেখিয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের অনেকেই ব্যাটটি কিনতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশিই সাকিবের ব্যাটের মালিক হলেন।
নিলামে তোলা ব্যাটটি দিয়েই গেল বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। করেছিলেন ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬০৬ রান। এছাড়া বিশ্বকাপের আগে-পরে সব মিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।
Discussion about this post