নতুন এক বিতর্ক ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটে। বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন সাকিব আল হাসান। আর এই ব্যাপারটি মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের টেস্ট অধিনায়কের এই চুক্তি অস্বস্তিতে ফেলেছে বোর্ডকে।
দেশের আইনে নিষিদ্ধ বেটিং। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এনিয়ে বেশ শক্ত অবস্থানে। এ সময়ে সাকিবের চুক্তি নিয়ে চিন্তায় বোর্ড। বিসিবি সাকিবের সঙ্গে আলোচনা করে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বলা হচ্ছে, সাকিবকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে আসা হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন দ্রুত সমাধান হয়ে যাবে। সোমবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালাল বলেন, ‘দেখুন, আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে আমাদের খেলোয়াড়, সেও বুঝবে বিষয়টা। এরকম বিতর্কিত বিষয়ে কেউ জড়িত হতে চায় না। অজান্তে হোক বা জেনেই হোক, হয়তো ভুলও হতে পারে। আমরা এটা সমাধান করার চেষ্টা করছি, আশা করি সমাধান হয়ে যাবে।’
এমনিতে গুঞ্জন আছে সাকিবের এই চুক্তির কারণে আটকে আছে টি-টুয়েন্টির অধিনায়কত্ব। বিসিবি এটার সমাধান করে নাম ঘোষণা করতে চাইছে। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাকিবকে নোটিশ দেওয়ার কথা। এবার জালাল বলেন, ‘একটা তো ইস্যু হয়েছে। এটা নিয়ে তার সঙ্গে আমরা যোগাযোগে আছি। তার সাথে কয়েকবার আমাদের যোগাযোগ হয়েছে। যেহেতু এটা ইস্যু, আমাদের সমাধান করা দরকার। সমস্যার সমাধানের জন্য তার সঙ্গে আলাপ করছি। দুয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। যাই হোক না কেন, আমরা অবশ্যই এ ধরনের বেটিংয়ে জিরো টলারেন্স শো করি। তার সংশ্লিষ্টতা এখানে দেখা যাচ্ছে যে, কোনও একটা কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে। তাকে আমরা সেটা জানিয়েছি এবং সে জানে ব্যাপারটা। যত শিগগিরই সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।’
এর আগে বেট উইনার নিউজের সঙ্গে পার্টনারশিপের এ ঘোষণা সাকিব নিজে তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেন। গত মঙ্গলবার রাতে সাকিব ফেসবুকে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপের ঘোষণা দিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’ সাকিব আরও লেখেন, ‘বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’
Discussion about this post