ভোরে ঘুম ভেঙে স্ক্রিনের সামনে বসে আছেন-এমন দৃশ্য বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এখন আর নতুন নয়। তবে এবার কারণটা আলাদা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন সাকিব আল হাসান। ভোরবেলা তার ব্যাট-বলের ম্যাজিক দেখার জন্য আপনাকে টিভির সামনে বসতে হবে না-একটা ইন্টারনেট সংযোগ আর মোবাইল/ল্যাপটপই যথেষ্ট।
বাংলাদেশের দর্শকদের জন্য বড় সুবিধা হলো, সিপিএলের সব ম্যাচই বিনামূল্যে দেখা যাবে ইউটিউব ও ফেসবুকে। অন্য দেশের দর্শকদের মতো জটিল সাবস্ক্রিপশন বা পেইড অ্যাপের ঝামেলা নেই। অস্ট্রেলিয়ায় কেউ দেখছে ফক্স স্পোর্টসে, ভারতে জিওস্টার বা ফ্যানকোডে, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকবাজে-কিন্তু আপনার জন্য খেলা পৌঁছে যাবে সরাসরি হাতের তালুতে।
সাকিব এবারের সিপিএল খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। দলটা নতুন হলেও, সাকিবের নামের ওজন যথেষ্ট বড়। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের সঙ্গে, এরপর একের পর এক লড়াই বার্বাডোস রয়্যালস, সেন্ট লুসিয়া কিংস, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে।
বেশিরভাগ ম্যাচ হবে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে, তবে ক্যারিবিয়ানের অন্যান্য মাঠেও দেখা মিলবে তার।
সাকিবের সিপিএল সূচি (বাংলাদেশ সময়)
১৫ আগস্ট, ভোর ৫টা — বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস (ওয়ার্নার পার্ক, বাসেটার)
১৭ আগস্ট, ভোর ৫টা — বনাম বার্বাডোস রয়্যালস (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
১৮ আগস্ট, ভোর ৫টা — বনাম সেন্ট লুসিয়া কিংস (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
২১ আগস্ট, ভোর ৫টা — বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
২৩ আগস্ট, ভোর ৫টা — বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
২৪ আগস্ট, রাত ৯টা — বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
২৮ আগস্ট, ভোর ৫টা — বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স (অ্যাওয়ে)
৩১ আগস্ট, রাত ৯টা — বনাম সেন্ট লুসিয়া কিংস (ড্যারেন স্যামি স্টেডিয়াম)
৬ সেপ্টেম্বর, ভোর ৫টা — বনাম বার্বাডোস রয়্যালস (কেনসিংটন ওভাল)
১১ সেপ্টেম্বর, ভোর ৫টা — বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম)
Discussion about this post