১১ বছর পর মাতৃভূমিতে ফিরেই সংবর্ধনায় অভিভূত হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই ফুটবলারকে বরণ করে নিতে হাজারো মানুষ হাজির হয়েছিলেন হবিগঞ্জের স্নানঘাট গ্রামে। বর্ণাঢ্য আয়োজন, আলোকসজ্জা, সংবর্ধনা-সব মিলিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এক প্রশ্ন-সাকিব আল হাসানের সঙ্গে তুলনা!
বাংলাদেশ ফুটবলে বিদেশি লিগে খেলা তারকার সংখ্যা হাতে গোনা। ক্রিকেটে যেমন সাকিব আল হাসান দেশকে বিশ্বদরবারে পরিচিত করেছেন, ফুটবলেও হামজাকে নিয়ে রয়েছে সেই প্রত্যাশা। তবে নিজের প্রথম সংবর্ধনায় এসেই সাকিবের সঙ্গে তুলনার প্রশ্ন এড়িয়ে গেলেন হামজা। তিনি সরাসরি জানিয়ে দিলেন, তুলনার বিষয়টি তার জন্য মোটেও স্বস্তিদায়ক নয়।
হামজা আজ বলেন, ‘সাকিব আল হাসান মেগা স্টার। তিনি অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।’
আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে অবসর ভেঙে দলে ফিরেছেন ভারতের কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী। তবে প্রতিপক্ষকে নিয়ে ভাবতে চান না হামজা, ‘আমরা তাদের নিয়ে ভাবতে চাই না। আমরা আমাদের পরিকল্পনায় মনোযোগ দিতে চাই।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছানোর পর থেকেই ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এরপর নিজের গ্রামে সংবর্ধনায় এসে আবেগাপ্লুত হয়ে পড়েন হামজা। বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আফনারা সবাই আসছেন আমাকে দেখবার লাগি।’
সামনে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষা। দেশের ফুটবলে তার নতুন দিগন্ত খুলে দেওয়ার স্বপ্ন দেখছেন ভক্তরা। সাকিবের মতো কিংবদন্তির তুলনা নয়, হামজা চান নিজের পারফরম্যান্স দিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে। এখন সব অপেক্ষা ২৫ মার্চের সেই ম্যাচের জন্য!
Discussion about this post