ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই দা হানড্রেড নামের নতুন ফরম্যাটের ক্রিকেটের ড্রাফটে উঠে এসেছে সাকিব আল হাসানের নাম। এবার ১০০ বলের ক্রিকেটের ড্রাফটে বাংলাদেশ থেকে যোগ হলো দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মোহাম্মদ মিঠুনের নাম।
তামিম ইকবাল আছেন ড্রাফটে সাকিবের ক্যাটাগরিতে। তাদের নিলামে ফ্লোর প্রাইস ১ লাখ পাউন্ড। তাদের কোন দলের কিনতে হলে কম পক্ষে লাখ পাউন্ড দিয়ে দরদাম শুরু করতে হবে। বাকি বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য ঠিক হয়নি।
১০০ বলের নতুন ফরম্যাটের এই ক্রিকেট প্রথমবারের মতো আয়োজন করছে ইংল্যান্ড। আসছে ইংলিশ গ্রীষ্মে শুরু হবে এই লড়াই। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঠিক করা হয়নি। আটটি দল অংশ নেবে মাঠের লড়াইয়ে। পুরুষ ও মহিলা দুই সংস্করণেই হবে ১০০ বলের লড়াই!
ড্রাফটে আছেন মোট ১১টি দেশের ক্রিকেটার। নবীন দুই পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে নেপালের খেলোয়াড়রাও জায়গা পেয়েছেন এই তালিকায়। তবে ড্রাফটে নেই এবি ডি ভিলিয়ার্স। অথচ দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান নিজ থেকেই বলেছিলেন তিনি খেলতে চান এই টুর্নামেন্টে।
আলোচিত এই আসরে প্রতিটি ইনিংস হবে সর্বোচ্চ একশ বলের। প্রতিটি দলে স্কোয়াডে সর্বোচ্চ তিন জন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবেন। এরমধ্যে ২০ অক্টোবরের মধ্যে বেছে নিতে হবে পছন্দের ক্রিকেটার। ড্রাফটে সাবেক-বর্তমান বিদেশি ক্রিকেটারের সংখ্যা মোট ১৬৫জন।
Discussion about this post