ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার ব্যাটিংয়ের শুরুটা ভাল ছিল না। যদিও সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট স্বস্তি এনে দেয়। কিন্তু ডাবলিনের সবুজ উইকেটে বৃষ্টি সেই ম্যাচটায় জল ঢেলে দেয়। পরিত্যক্ত হয় ম্যাচ। বুধবার আরেক মিশন। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচে ভাল খেলার প্রতিশ্রুতি দিলেন সাকিব আল হাসান।
পরিত্যক্ত ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘যেমন কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত, প্রথম দিকের পরিস্থিতি ছিল পুরোপুরি তার উল্টো। খুব কঠিন ছিল কন্ডিশন। তবে সময় যত গড়িয়েছে, বল যত পুরোনো হয়েছে, সেটা তত সহজেই ব্যাটে এসেছে। অভিজ্ঞতা ভালোই হলো। আমরা এখন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের অপেক্ষায় আছি।’
তামিম-মাহমুদউল্লাহর প্রশংসা করলেন ম্যাচে মাশরাফির অনুপস্থিতিতে নেতৃত্ব দেয়া সাকিব। বলেন, ‘তামিম দারুণ খেলেছে। এই উইকেটে সে ঠিকভাবে নিজেকে প্রয়োগ করেছে। মাহমুদউল্লাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওদের জুটিটা ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দেয়।’
বুধবার একই মাঠে ত্রিদেশীয় ক্রিকেটের আরেক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের স্থানীয় আবাহওয়া অফিস বলছে, সেদিনও থাকছে বৃষ্টির জোর সম্ভাবনা। এ ম্যাচে মাঝারি শক্তির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। এনিয়ে সাকিব বলেন, ‘নতুন চেহারার একটা দল খেলছে নিউজিল্যান্ডের। আইপিএলের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে তারা পাচ্ছে না। অভিজ্ঞতায় ঘাটতি থাকলেও দ্বিতীয় বাছাই দল তারা। নিউজিল্যান্ড আমাদের কঠিন পরীক্ষাই নেবে।’
Discussion about this post