প্রস্তুতি ম্যাচ মানেই নিজেকে আরেকটু বেশি করে দেখে নেওয়ার পালা। সেই চেষ্টাটাই করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মিরপুরের শেরেবাংলায় রোববার প্রস্তুতি ম্যাচে রানে ফেরার চেষ্টাই করলেন সাকিব আল হাসানরা। এশিয়া কাপের আগে মিরপুরে বিসিবি লাল ও বিসিবি সবুজ দল মুখোমুখি হয়েছে।
রোববার প্রথম ম্যাচে দুইবার ব্যাটিংয়ের সুযোগ পেলেন এনামুল হক বিজয়, আফিফ হোসেন, শেখ মেহেদী ও সাকিব আল হাসান। যেখানে ভাল করলেন শুধু সাকিব ও মেহেদী।
লাল দলের অধিনায়ক সাকিব প্রথমবার ১৩ বলে ১৭ রান করে আউট। এরপর দ্বিতীয়বার নেমে ২৪ বলে অপরাজিত ৩৬। ছিল ৩ ছক্কার মার। দেখার মতো ইনিংস খেলেন সাকিব। মনে হচ্ছিল এশিয়া কাপের জন্য প্রস্তুত করে নিচ্ছেন নিজেকে। কিন্তু ওপেনার এনামুল দুইবারই ব্যর্থ। লাল দলের ওপেনার প্রথমে ৪ রানে আউট। দ্বিতীয় সুযোগে ১০ বলে ২ ছক্কায় ১৯। তবে রান পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। মাত্র ১৭ বলে ৩০ রান করেন ২টি করে চার ও ছক্কায়।
বিসিবি লাল দল সবুজ দলের বিপক্ষে আগে ব্যাটিং করে তুলে ১৬৫ রান। জবাবে নেমে সবুজ দল ১৫০ রানে আটকে যায়।
মেহেদী ১৬ বলে ৭ চারে ৩১ রান করেন। মুশফিকুর রহিম ১৭ বলে ২২। মাহমুদউল্লাহ রান পাননি। ৯ বলে করেন ১২।
সবুজ দলের হয়ে ২৪ বলে ২৪ রান করেন যুব দলের ক্রিকেটার রবিন। মিরাজ ২১ বলে ২৯ রান। অধিনায়ক আফিফ ৮ রানে আউট। ফের নেমে ১ রানে রান আউট। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করে ফেরেন সাইফ উদ্দিন।
সবুজ দলের তাসকিন ৪২ রানে ২টি এবং নাসুম ২৩ রানে ২ উইকেট নেন। লাল দলের হয়ে সাকিব ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন। সাকিব ২৯ রানে ২টি আর হাসান মুরাদ ১০ রানে ২ উইকেট।
আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলতে পারবেন না হাসান। বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল পাঁচটায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।
Discussion about this post