ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেবারের শেষ মুহুর্তে জাতীয় দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। খেলতে পারছেন না ওয়ানডে সিরিজে। হাতের ইনজুরি এই তারকা অলরাউন্ডারকে পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে। এরইমধ্যে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার বিকল্প ভাবছে বিসিবি। এক্ষেত্রে তালিকায় আছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম।
তবে ওয়ানডে সিরিজে অবশ্য মুমিনুলকে রাখা হবে কীনা এটা এখনো নিশ্চিত নয়। দুই অফ স্পিনিং অলরাউন্ডার নাঈম হাসান ও মেহেদি হাসান মিরাজ দলের সঙ্গে থাকায় দেশ থেকে কাউকে উড়িয়ে নেওয়ার চিন্তা কম টিম ম্যানেজমেন্টের। এমনটাই নির্বাচক হাবিবুল বাশারের কথাতেই আভাস পাওয়া গেছে। নিউজিল্যান্ডে পৌঁছানো অধিনায়ক মাশরাফি মর্তুজা সার্বিক পরিস্থিতি বিচার করে, কোচের সঙ্গে আলোচনা করে নেবেন সিদ্ধান্ত।
অলরাউন্ডার সাকিব চোটে পড়ায় দলে যেহেতু আর কোন বাঁহাতি স্পিনার নেই। তাই বিকল্প হিসেবে ওয়ানডেতেও জায়গা পেতে পারেন তাইজুল ইসলাম।
সাকিব আল হাসান এখন ছুটির আমেজে আছেন। ছুটি পেয়েই স্ত্রী-সন্তান নিয়ে ক্যালিফোর্নিয়া চলে গেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অউব্রিকে নিয়ে সময় কাটছে তার।
Discussion about this post