একেই বলে ভাগ্য। সাকিব আল হাসানের ইনজুরিতে কপাল খুলে গেল সাব্বির রহমান রুম্মনের।
ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষিদ্ধ এই ক্রিকেটার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনাপত্তিপত্র পেয়েছেন। অনাপত্তিপত্র নিয়ে অনেকেই গোপনেই সাব্বির মঙ্গলবার রাতে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলবেন জাতীয় দলের এই তিন তারকা ক্রিকেটার।
সাকিবের পরিবর্তে সাব্বিরকে দলে টেনেছে পেশোয়ার জালমি। তামিম ইকবালও খেলবেন একই দলে। যদিও দেশসেরা ওপেনার এখনো দুবাইয়ের ভিসা পাননি। আজই উড়াল দেয়ার কথা আছে তার। মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সে আর মাহমুদউল্লাহ কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে পিএসএলে খেলবেন।
২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পিএসএল চলবে ২৫ মার্চ পর্যন্ত। যদিও বাংলাদেশের ক্রিকেটাররা টুর্নামেন্টের মাঝপথে শ্রীলঙ্কায় চলে যাবেন। ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় শুরু হবে নিদাহাস ট্রফি। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কাসহ খেলবে বাংলাদেশ ও ভারত। ৪ মার্চ দুবাই থেকে টাইগার ক্রিকেটাররা লঙ্কায় যাবেন। তারপর আবারো পিএসএল খেলতে যেতে পারবেন এই ক্রিকেটার।
Discussion about this post