ইংলিশ ক্রিকেটে কিংবদন্তি হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন মঈন আলি। আরো একটা অভিজাত মাইলফলক পেরিয়ে গেলেন এই অলরাউন্ডার। দেশটির হয়ে টেস্টে দুই হাজার রান ও একশ’ উইকেট শিকার করলেন মঈন। মাত্র ৩৮ তম ম্যাচে এসেই এ মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করলেন সময়ের সেরা এই ক্রিকেটার।
যদিও সাকিব আল হাসানের রেকর্ড ভাঙ্গা হয়নি। সবচেয়ে কম ম্যাচে এ মাইফলক স্পর্শ করার রেকর্ড এখনো বাংলাদেশ অলরাউন্ডারের।
৩৮ তম টেস্ট ম্যাচে ২০০০ রান ও ১০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়ে ফেলেন মঈন। এই রেকর্ড গড়তে সাকিব খেলেন মাত্র ৩১ ম্য্যাচ। সাকিবের পরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি অলরাউন্ডার ট্রেভর গোডার্ড। ৩৭ ম্যাচ খেলে এ রেকর্ড গড়েন ইংল্যান্ডের গ্রেট ক্রিকেটার টনি গ্রেগ। সমানসংখ্যক ম্যাচ লেগেছে অস্ট্রেলিয়ার কিথ মিলারের। তারপরই রয়েছেন মঈন আলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে নামার আগে শততম শিকার থেকে দুই উইকেট দূরে ছিলেন মঈন। শুক্রবার শুরুতে হাশিম আমলাকে ফিরিয়ে দেন। তারপরপর ডিন এলগারকেঅঅউট করে শততম উইকেট পূর্ণ করেন তিনি। এর আগে ১ম ইনিংসে ব্যাট হাতে করেন ৮৭ রান। তখনই টেস্টে দুই হাজার রান ক্লাবে পা রাখেন মঈন।
Discussion about this post