তার পথচলার শুরুটা ঠিক ধুমকেতুর মতো! হঠাৎ করেই আগমন। তাতেই সাড়া ফেলে দিলেন ক্রিকেট বিশ্বে! তার ‘কাটার’ বলগুলো খেলাটা যেন রীতিমতো বিস্ময়ের জন্ম দিল। পুরোটা বছর জুড়েই দারুণ খেললেন মুস্তাফিজুর রহমান। তার স্বীকৃতিটাও মিলল। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই পেস বোলার। ৯ ওয়ানডের ক্যারিয়ারে ২৬ উইকেট নিয়েছেন তিনি।
বুধবার আইসিসি ২০১৫ সালের বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে।
এর আগে আইসিসির বর্সসেরা দলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল-
তিলকারত্নে দিলশান, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, রস টেলর, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, ইমরান তাহির ও জো রুট (দ্বাদশ খেলোয়াড়)।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল-
ডেভিড ওয়ার্নার, অ্যালিয়েস্টার কুক (অধিনায়ক), কেন উইলিয়ামসন, ইউনিস খান, স্টিভেন স্মিথ, জো রুট, সরফরাজ আহমেদ, স্টুয়ার্ট ব্রড, ট্রেন্ট বোল্ট, ইয়াসির শাহ, জস হ্যাজেলউড ও রবিচন্দ্রন অশ্বিন (দ্বাদশ খেলোয়াড়)।
Discussion about this post