তিনিই যে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার-এনিয়ে কোন বিতর্ক নেই। মাঠের পারফরম্যান্স দিয়েই একটা অবস্থান করে নিয়েছেন সাকিব আল হাসান। তিনি শুধু ক্রিকেটার পরিচয়েই নিজেকে আটকে রাখেন নি, বনেছেন ব্যবসায়ীও। এবার নতুন পরিচয়ে তিনি। সাকিব কিনলেন হকি দল।
বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে একটি দলের মালিকানা কিনেছেন। সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্ট হকির নতুন টুর্নামেন্টে দল কিনেছে।
মোট ৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবে হকির এই লড়াই। সাকিবের মোনাক মার্ট বাদে দল কিনেছে ওয়ালটন গ্রুপ, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক।
হকিতে দল কেনা প্রসঙ্গে সাকিব বলছিলেন, ‘হকির যে সম্ভাবনা আমাদের বাংলাদেশে, আমার কাছে মনে হয় তা যে কোনও স্পোর্টসের চেয়ে বেশি। তাই হকির সঙ্গে থাকতে পেরে আমি খুশি। প্রথমত আমি যখন বিকেএসপিতে ভর্তি হই, আমার রুমমেট ছিল হকির খেলোয়াড়, আমার বড় ভাইরা হকির খেলোয়াড়। আমরা হকির খেলা দেখতে চলে যেতাম হকির মাঠে। তাই হকির প্রতি আগ্রহ অনেক আগে থেকেই ছিল।’
৬ দলের এ লড়াইয়ে মোট ম্যাচ ৩৪টি। প্রতি দলে ১৮ জন খেলোয়াড় থাকবেন। ৬ দলে ৬ জন আইকন খেলোয়াড় খেলবেন। লিগে প্রতি দলের ৪ জন করে বিদেশি খেলোয়াড় নেয়ার সুযোগ থাকছে।
Discussion about this post