গত কিছুদিন ধরেই ভিডিওটা ভাইরাল। সাকিব আল হাসানের ক্ষুদে এক ক্রিকেট ভক্ত। যে কীনা হতে চান সাকিবের মতো। কিন্তু ব্যাট-বল কোনটাই যে কেনার সামর্থ্য নেই। আবার প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখাও করতে পারছিলেন না। মিরপুরের শেরেবাংলায় হাজির হলেও দেখা হচ্ছিল না সাকিবের সঙ্গে। মঙ্গলবার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেলো সাকিবের সেই ক্ষুদে ভক্তের।
সাকিবও চিনে ফেললেন সেই ছোট্ট ভক্তকে। যার নাম নাঈম শেখ। যদিও নিজে নাম পাল্টে রেখেছেন-সাকিব আল হাসান! মিরপুরেই তার বাসা। মঙ্গলবার স্টেডিয়ামের গেটে সাকিবের গাড়ি দেখতেই সামনে দাঁড়িয়ে যায়। গাড়ির গ্লাস খুলে সাকিব সেই ছেলেকে কাছে ডাকেন। পরিচয় জানার পর তাকে নিয়ে সাকিব স্টেডিয়ামে প্রবেশ করেন।
সাকিব তার নাম জিজ্ঞেস করার পর নাঈম শেখ উত্তর দেয়, ‘সাকিব আল হাসান।’ এই নাম কেন রেখেছে, বলতেই ক্ষুদে ভক্তের উত্তর, ‘আমি নিজেই নিজের নাম সাকিব আল হাসান রেখেছি। আপনার খেলা ভালো লাগে বলে আপনার নামে নাম রেখেছি।’
মঙ্গলবার সাকিব অনুশীলন করেন মিরপুরের ইনডোরের আউটডোর গ্রাউন্ডে। সেখানেই নাঈম শেখকে নিয়ে যান। নেটে সাকিবকে কয়েকটি বলও করেন নাঈম। সাকিবের কাছে জার্সি ও কেডস চেয়েছে নাঈম। সাকিবও সেই আবদার পূরণ করতে স্টেডিয়ামের পাশে জার্সির দোকানে পাঠিয়েছিলেন জাতীয় দলের ম্যাসাজম্যান সোহেল হোসেনকে। সেগুলোর মান ভালো না হওয়ায় সাকিব নিজেই কাল তার হাতে জার্সি ও কেডস তুলে দেবেন বলে জানালেন।
সব মিলিয়ে একদিনেই দুটো স্বপ্নপূরণ হয়ে যাচ্ছে ছোট্ট সাকিবের। প্রতিভা থাকলে হয়তো একদিন জাতীয় দলেও দেখা যেতে পারে তাকে!
Discussion about this post