ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।
গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাকিব। এরপর থেকে তাকে তিন দিনের বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রোববার বিসিবি সূত্রে জানা যায়, বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কার্যত কঠিন হয়ে গেছে বাংলাদেশ দলের।
আগামী মঙ্গল ও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এইপর দেশে ফিরবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে বাছাইপর্ব এবং মূলপর্ব মিলে ৬ ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে সাকিব করেন ১৩১ রান। আর উইকেট নেন ১১টি। তবে আগামী দুই ম্যাচে এ তারকার সার্ভিস পাবে না টিম টাইগার্স।
Discussion about this post