বল হাতে আগের ম্যাচগুলোতে সাফল্যের পর এবার আইপিএলে ব্যাটিং ম্যাজিকটাও দেখালেন সাকিব আল হাসান। তার ঝড়ো ব্যাটিংয়ে দারুণ খেলতে থাকা চেন্নাই সুপার কিংসকে অনায়াসে ৮ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স।
মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নামে চেন্নাই। ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে তারা তুলে ১৫৪ রান। সুরেশ রায়না করেন ৬৫ রান।
৪ ওভার বল করে ৩০ রান দেন সাকিব। একটি করে উইকেট নেন সুনীল নারায়ণ, প্যাট কামিন্স ও পীযুষ চাওলা।
জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের চমকে ১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। এটি শাহরুখ খানের দলের টানা পঞ্চম জয়।
রবিন উথাপ্পা ফর্ম ধরে রেখে ৩৯ বলে করেন ৬৭। এরপর সাকিব ঝড়! ২১ বলে করেন অপরাজিত ৪৬ রান।
এনিয়ে ১২ ম্যাচে ৭ম জয় দিয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলকাতা। তিন নম্বরে রাজস্থান রয়্যালস।
Discussion about this post