ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রায় চার মাস পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বল হাতে ঝড় তুলেছেন জেসন হোল্ডার। ইনিংসে তুলে নিয়েছেন ৬ উইকেট। ৪২ রানে শিকার করেন ৬ উইকেট। এই সাফল্যে অভিজাত এক ক্লাবে পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
গত ২০ বছরে কোনো দলের অধিনায়কের সেরা বোলিং ফিগারের তালিকায় উঠে এসেছেন তিনি। তালিকায় আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।
টেস্টে হোল্ডারের বোলিং তোপে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।
এর আগে ২০১০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ১২১ রানে ৫ উইকেট নেন বাংলাদেশ দলের সে সময়ের অধিনায়ক সাকিব আল হাসান। সপ্তম সফরকারী অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে পাঁচ বা ততোধিক উইকেট শিকারী তুলে নেন হোল্ডার। সব মিলিয়ে এই কীর্তি গড়েন ১২জন অধিনায়ক।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি গড়েন সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার গ্যারি সোবার্স। ১৯৬৬ ও ১৯৬৯ সালে হেডিংলিতেই দুই বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেন তিনি।
ইংল্যান্ডের মাঠে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগার ইমরান খানের। পাকিস্তানের অধিনায়ক ১৯৮৭ সালে হেডিংলিতে ৪০ রানে ৭ উইকেট নেন তিনি।
Discussion about this post