ম্যাচের তৃতীয়বলেই উইকেট হারায় ইউসিবিএল। ওপেনার ইমরুল কায়েস ০ রানে আউট। নামের পাশে মাত্র ৫ রান যোগ হতেই ফিরলেন অধিনায়ক তামিম ইকবালও।
সেই ধাক্কা বাকিটা সময় আর সামাল দিতেই পারেনি ইউসিবিএল। ২০ ওভারে ৮ উইকেটে থেমে যায় মাত্র ১২৩ রানে। এত কম স্কোর দিয়ে টি-টুয়েন্টিতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো যায় না। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচের মতো সোমবারের দ্বিতীয় ম্যাচও জমল না। তামিমের দলের ১২৩ রান টপকে যেতে সাকিব আল হাসানের প্রাইম ব্যাঙ্কের ক্ষতি হয় মাত্র ৩ উইকেটের। ১৬ বল হাতে রেখে সহজেই ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাঙ্ক। ব্যক্তিগত ব্যস্ততা থাকায় বিজয় দিবস টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেননি প্রাইম ব্যাংকের অধিনায়ক সাকিব। মোহামেডানের কাছে সেই ম্যাচে হেরেছিল প্রাইম ব্যাঙ্ক। সোমবার খেললেন সাকিব। বল হাতে ৪ ওভারে কোন সাফল্য ছাড়া ২৫ রান খরচ করেন। তবে ব্যাট হাতে ২ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন। প্রাইম ব্যাংকের ৭ উইকেটের এই জয়ে ব্যাটিংয়ে অবশ্য সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার সাব্বির রহমান। তিন নম্বরে ব্যাট করতে নেমে এই তরুণ ৪১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। হাঁকান ৬ বাউন্ডারি ও ১ ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর
ইউসিবিএল: ১২৩/৮ (২০ ওভারে, মার্শাল আইয়ুব ৪০, নাইম ইসলাম ৩২, রনি তালুকদার ৩৪, শাহাদাত ৩/২০, তাজুল ২/৩০)
প্রাইম ব্যাংক: ১২৪/৩ (১৭.২ ওভারে), সাব্বির ৫০* সাকিব ৩৩, এনামুল ২৪, আল আমীন ২/২৮)।
ফল: প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সাব্বির রহমান
Discussion about this post