ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান মানেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ব্যাট-বল দুটোতেই চমক দেখাতে পটু তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও তিনি মাহমুদউল্লাহ রিয়াদের সেরা অস্ত্র। এবার এই তারকা ক্রিকেটার নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে।
অনন্য এক অর্জন হাতছানি দিচ্ছে। যেখানে তিনি-ই হবেন প্রথম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ৫ উইকেট পেলেই সাকিব প্রথম ক্রিকেটার হিসেবে উঠে যাবেন অনন্য উচ্চতায়। এ ফরম্যাটে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৭৯ টি-টুয়েন্টি ম্যাচে সাকিবের রান ১৬০৪। বল হাতে শিকার করেছেন ৯৫ উইকেট।
বিশ্ব ক্রিকেটে ১০৭ উইকেট নিয়ে শীর্ষে লাসথি মালিঙ্গা। ৯৯ উইকেট নিয়ে এরপরই নিউজিল্যান্ডের টিম সাউদি। শহিদ আফ্রিদি নিয়েছেন ৯৮ উইকেট। ৯৫ উইকেট নিয়ে এরপরই রশিদ খান ও সাকিব। সাকিবের চেয়ে ২৮ ম্যাচ কম খেলে আফগানিম্তানের রশিদ চারে।
এবার মিরপুরের উইকেটে ৫ উইকেটে পেলেই রশিদকে ছাড়িয়ে যাবেন সাকিব। আর গড়বেন অনন্য রেকর্ড। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের ৪ ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। এখানে বল হাতে চমক দেখাতে চান সাকিব!
Discussion about this post