ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিন স্বপ্ন দেখিয়েছিলেন সাকিব আল হাসান। বলেছিলেন যাই হোক অন্তত লড়াই করবে দল। বৃষ্টি অনেকটা এগিয়ে দিয়েছিল বাংলাদেশকে। সোমবার চট্টগ্রাম টেস্টের শেষ দিনে আফগানিস্তানের সামনে ছিল মাত্র ৭০ মিনিট। বৃষ্টি শেষে সেই সুযোগটাই কাজে লাগিয়েছে রশিদ খানের দল। অসাধারণ ক্রিকেটের পসরা সাজিয়ে তুলে নিয়েছে বাংলাদেশ ৪ উইকেট।
টাইগারদের সামনে ছিল ৩৯৮ রানের বড় লক্ষ্য। রোববার দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলে মাত্র ১৩৬ রান। সোমবার চট্টগ্রামে দিনভরই ছিল বৃষ্টি। মনে হচ্ছিল ম্যাচটা বুঝি ড্র-ই হতে যাচ্ছে। জয় বুঝি ফস্কে যাচ্ছে আফগানরা। টাইগার শিবিরেও ছিল স্বস্তি। কিন্তু বিকেল মাত্র ৭০ মিনিটে পেয়েই বাজিমাত। অধিনায়ক রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে সর্বনাশ। বাংলাদেশ পেয়েছে টেস্টে বিব্রতকর এক হার।
একমাত্র টেস্টে বাংলাদেশকে ২২৪ রানে হারাল আফগানিস্তান ক্রিকেট দল।
চট্টগ্রামে টেস্টের শেষ দুই দিনেই রাজত্ব করেছে বৃষ্টি। তারপরও বৃষ্টি জয় কেড়ে নিতে পারেনি সফরকারীদের। শেষ বিকেলে শেষ সময়ে নাটকীয়তায় দিশেহারা দল। বাজে এক শটে বিকেলে প্রথম বলেই আউট অধিনায়ক সাকিব। তারপর মেহেদী হাসান মিরাজও ধরেন সাজঘরের পথ। তবে শেষ অব্দি লড়াই করে সৌম্য সরকার ধরেন সাজঘরের পথ।
ইতিহাস জানাচ্ছে এটি তৃতীয় টেস্টেই আফগানদের এটি দ্বিতীয় জয়। এর আগে আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। প্রথম টেস্টে হার মানে ভারতের কাছে।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫/১০
আফগানিস্তান ২য় ইনিংস: ২৬০/১০
বাংলাদেশ ২য় ইনিংস:(লক্ষ্য ৩৯৮, আগের দিন ১৩৬/৬) ৬১.৪ ওভারে ১৭৩/১০ (সাকিব ৪৪,সৌম্য ২, মিরাজ ১৫, তাইজুল ০, নাঈশ ১*; ইয়ামিন ৪-১-১৪-০, নবি ২০-৫-৩৯-১, রশিদ ২১.৪-৬-৪৯-৬, জহির ১৫-০-৫৯-৩, কাইস ১-০-৬-০)।
ফল: আফগানিস্তান ২২৪ রানে জয়ী
ম্যাচসেরা: রশিদ খান
Discussion about this post