রুদ্ধশ্বাস ছড়ানো এক ম্যাচ। যেখানে শেষ বলে ৪ রানের দরকার থাকলেও করতে পারেনি ঢাকা ডায়নামাইটস। শেষ পর্যন্ত ৩ রানে ম্যাচ জিতে নেয় রংপুর রাইডার্স। অনেকটা হারতে বসা ম্যাচ জিতে নিল মাশরাফি বিন মতুর্জার দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার জয়ের জন্য মাত্র ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমেও পারল না বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার মিরপুরের শেরেবাংলায় দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানান ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। দারুণ শুরুর পরও শেষটা ভাল হয়নি তাদের। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতেই ১৪২ রানে শেষ রংপুর রাইডার্সের ইনিংস। ২৮ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫১ রান করেন ক্রিস গেইল। মোহাম্মদ মিঠুন ২৬ বলে ২২, মাশরাফি ১১ বলে ১৫, থিসারা পেরেরা ৯ বলে ১৫, রবি বোপারা ১৩ বলে ১০ রান করেন। ব্রেন্ডন ম্যাককালাম ৮ বলে মাত্র ৬ রানে ফিরে যান সাজঘরে।
ঢাকা ডায়নামাইটসের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৩.৫ ওভারে মাত্র ১৫ রান দেন ঢাকার অধিনায়ক। টি-টুয়েন্টিতে তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। শহীদ আফ্রিদি দুটি ও একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও মোসাদ্দেক হোসেন।
এরপর ব্যাট করতে নেমে ১৩৯ রানে অলআউট ঢাকা। জহিরুলের ব্যাটে ২৯। ২৮ রান করেন এভিন লুইস। দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি, সোহাগ গাজী, রুবেল হোসেন ও থিসারা পেরেরা।
এ ম্যাচের মধ্যদিয়ে শেষ হচ্ছে ঢাকা-১ পর্ব। এবার বিপিএল যাবে চিটাগংয়ে। বন্দরনগরীর পালঅ শেষে ফের বিপিএল ফিরবে ঢাকায়।
Discussion about this post