ঢাকার ঘরোয়া ক্রিকেটে সময়টা তেমন ভাল কাটছে না সাকিব আল হাসানের। বিশেষ করে ব্যাট হাতে তিনি তো সুপার ফ্লপ! সেই একই দৃশ্যপট দেখা গেলো। এবার লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচেও পত্রপাঠ বিদায় মোহামেডান অধিনায়কের। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার রানের খাতা খুলতে পারলেন না সাকিব। আরেকটি শূন্য এই তারকার ব্যাটে।
বলা ভালো তাকে হতাশ করলেন রূপগঞ্জের পেসার মোহাম্মদ শহীদ। তার বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দেন সাকিব। ৬ বল খেলে মাথা নিচু করে ফিরলেন। ধারাবাহিক ব্যর্থতায় চুপসে গেলেন মোহামেডান ক্যাপ্টেন। আর আনন্দে মাতে রূপগঞ্জের ক্রিকেটাররা।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বাদ দিয়ে এবার ঢাকা লিগের শুরু থেকেই খেলছেন সাকিব। লিগে এবার দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক পেলেন তিনি। প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে করেন ২০। শেখ জামালের বিপক্ষে ২, প্রাইম দোশ্বেরের বিপক্ষে ২২। চেনা যাচ্ছে না তাকে।
এখন অব্দি সব মিলিয়ে চলতি লিগে ৬ ম্যাচে মাত্র ৭৩ রান এসেছে সাকিবের ব্যাটে। গড় মাত্র ১২.১৬। এরমধ্যে লিজেন্ডসেদের বিপক্ষেও ব্যর্থ সাকিব। বল হাতে ৫ ইনিংসে ১৮ ওভারে ১১৫ রানে নিয়েছেন ৮ উইকেট। এটাও ঠিক তার মানের নয়।
সাকিবের ব্যর্থতার ম্যাচে মোহামেডানকেও খুব বেশি দূর যেতে দেয়নি লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃহস্পতিবার ঢাকার মাঠে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রানে আটকে গেছে মোহামেডান। শুভাগত হোম একাই ৩২ বলে করেন ৫২ রান। রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, মোহাম্মদ শহীদ ও নাঈম ইসলাম। সোহাগ ৪ ওভারে ৮ রানে ২ উইকেট।
Discussion about this post