”শৃঙ্খলা ভঙ্গের” কারন দেখিয়ে সব ধরণের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী দেড় বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেবে না বলে জানিয়েছে। দেশের সেরা ক্রিকেটারটির সঙ্গে এমন আচরন মেনে নিতে পারছেন না অনেকেই। ইন্টারনেটে বিশেষ করে সামাজিক যোগােযাগ ফেসবুকে এনিয়ে ঝড় বয়ে যাচ্ছে।
বিশ্বসেরা অলরাউন্ডারকে এমন শাস্তি দেওয়াটাকে ”ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন অনেকেই। বিসিবি কর্তাদের শৃংখলা নিয়েও প্রশ্ন তুললেন অনেকে।
সেলেব্রেটি ফেসবুকার হিসেবে পরিচিত আরিফ আর হোসেইন এর প্রতিবাদ জানিয়েছেন। ১ লাখ ৩৮ হাজার অনুসারীদের উদ্দ্যেশ্যে তার স্ট্যাটাস-
”… শাস্তি হিসেবে;
একজন লেখককে বলা হলো; তুমি আগামী দেড় বছর লিখতে পারবে না
কবিকে বলা হলো; দেড় বছর ভাবতে পারবে না
একজন দাবাড়ুকে বলা হলো; তুমি দাবাড় গুটি ধরতে পারবে না
… কি করবে তারা তখন? ডাকটিকিট জমাবে? গার্ডেনিং করবে?
আফসোস; আমরা পাপনের মত মাল্টিট্যালেন্টেড হতে পারি নাই
হতে পারলে বরং ভালই হতো… আজ বিসিবি’র সভাপতিত্ব নাই, তো কাল ব্যাক টু কাজের বিনিময়ের খাদ্য কর্মসূচির গমের হিসাবে নেমে পড়া
এমন মাল্টি ট্যালেন্টেডের দেশে; আল্লাহ তুমি ফোকাসড হয়ে থাকা সুপার টেলেন্টেড মানুষদের কেনও পাঠাচ্ছ, বুঝলাম না!”
নামী সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীর তার ফেসবুক ওয়ালে ইংরেজিতে লিখেছেন-
”I strongly oppose BCB’s decision on ban of Shakib Al Hasan from all cricket for six months… it looks cheap and nasty.
In fact, whenever I watch Bangladesh Cricket Board’s big boss on TV, it seems he just woke up with a terrible hangover…. So, I couldn’t also expect prudent decision from him.
God knows when Team Bangladesh will be guided to proper way with an appropriate leader.”
স্যাটালাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন লিখেছেন,
”যে ক্রিকেট বোর্ডের পিওন থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই নিয়োগ পায় তোষামোদী বা স্বজনপ্রীতি করে, তারা প্রতিভার মূল্য কি বুঝবে? সাকিব, তোমার ভালো খেলোয়াড় হবার দরকার নেই, তুমি ভালো চামচা হয়ে যাও, তোষামোদকারী হয়ে যাও, তাহলে তোমাকে ফুলের মালা দিয়ে দলে ফিরিয়ে নেয়া হবে।”
এমন শাস্তিতে উত্তেজিত একাত্তর টেলিভিশনের ডিরেক্টর নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘পুরোটাই ব্যবস্থাপনার ত্রুটি…কিন্তু কে বলবে?…লোটা, পাপ্পুরাই ভালো থাকে সবসময়…”
বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর হেড অব রিপোর্টিং শওকত হোসেন মাসুম লিখেছেন- ”এই ক্রিকেট বোর্ডে আমি অনাস্থা দিলাম, সব দুই নম্বরগুলা এক হইছে।”
একই দৈনিকের সিনিয়র রিপোর্টার শরীফুল হাসান ফেসবুকে লিখেছেন- ”সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধের তীব্র নিন্দা জানাচ্ছি। বিসিবি আসলে কি চায়? তারা কি চাইছে সাকিব ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ঘোষণা দিক; নয়তো তাদের পা ধরে ফিরে আসুক! একটা কথা সবার মনে রাখা দরকার, বাংলাদেশে হাজার হাজার বেয়াদব আছে, শৃঙ্খলা ভঙ্গকারী আছে লাখ লাখ। কিন্তু সাকিব আছে একটাই। কাজেই শাস্তি দিতে গিয়ে আমরা যেন তার ক্যারিয়ারই ধ্বংস না করে দেই। কারণ তাতে সাকিবের চেয়ে বেশি ক্ষতি বাংলাদেশের ক্রিকেটের। বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহার চাইছ…”
সাংবাদিক ফজলুল বারী বিষয়টা দেখেছেন অন্যভাবে। শুধু সাকিব নয়, আরো কিছু বিষয়ে চোখ রেখেছেন তিন। তার স্ট্যাটাস-
”সাকিবকে আমরা ভালোবাসি। কিন্তু তাকে শাস্তির সিদ্ধান্ত সঠিক হয়েছে। দেশের ক্রিকেটে শৃংখলা আনার স্বার্থে এমন একটি সিদ্ধান্ত কঠিন হলেও দরকার ছিল। অস্ট্রেলিয়া-ভারত যে কোনো দেশের কোনো খেলোয়াড় এমন করলে তাদের ব্যাপারেও দেশগুলো একই সিদ্ধান্ত নিতো। একই রকম অপরাধে ক্রিস গেইলের মতো ক্রিকেটারের বিরুদ্ধেও শাস্তির সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্তৃপক্ষ। সেই সাজা শেষে গেইল আবার দলে ফিরেছেন। তবে সাকিব যদি আপিলের আবেদন করেন তাহলে সাজার মেয়াদ কিছুটা কমানোর কথা বিবেচনা করা যেতে পারে। ক্রিকেট বোর্ডকে এড়িয়ে আকরাম খানসহ যারা সাকিবকে নিয়ে অনৈতিক চর্চা করেছেন (সাকিবের দাবি মতো), তাদের ব্যাপারে বিসিবি কী ভেবেছে তা জানার আগ্রহ রইলো।”
সাংবাদিক ইশতিয়াক আহমেদ লিখেছেন-
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় মাসের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব।
সূয়ারেজের অসভ্যতার শাস্তিও এর চেয়ে কম ছিল…
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ক্রিকেটপ্রমী মাশরাফি রুপক লিখেছেন-
”বিসিবি’র আড়ালে বিসিসিআই । এতে আর কোন সন্দেহ নেই।
সাকিবের জন্য আফসোস নয়, আফসোস করিনি আশরাফুলের জন্যও।
এমন রায় না দিয়ে যদি গুলি করে মেরে ফেলতো তবে খুশিই হতাম। কেননা, সাকিব যে বলেছে ‘আমি দেশের হয়ে আরো ১০ বছর খেলতে চাই’।
দেশের হয়ে কেন খেলতে বলছিলি ভাই? এজন্যই দেশ আজ তোকে এই উপহার দিলো।
সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড।”
চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিবদেক মুকিমুল আহসান হিমেল লিখেছেন-
”ভুল বোঝার কোন সুযোগ নাই….
সাকিবকে সব ধরণের খেলা থেকে নয়, শুধুমাত্র
সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ করছে
করেছে বিসিবি।
তবে, জ্বরাগ্রস্থ বিসিবি’র বিচার করবে কে?
এতে কার লাভ? কার ক্ষতি??”
আরেক সাংবাদিক আবদুল্লাহ আল মামুন রুবেল লিখেছন তার স্ট্যাটাসে-
”প্রথমে বিপিএল তারপর আশরাফুল আর এবার সাকিব। কোথাও কি সুক্ষ কোন একটা মিল আছে। এদেশের ক্রিকেটের উন্নতি ঠেকাতে অনেক দূর থেকে কেউ সুতা নাড়ছে।”
এমন শাস্তির ব্যাপারটা মেনে নিতে পারছেন না চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-
”৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিব নিষিদ্ধ। দেড় বছর আইপিএলসহ বিদেশি লিগ খেলতে পারবেন না। নেইমারের চেয়েও এ মুহূর্তে এটা আমাদের জন্য অনেক বড় খবর অথবা দুঃসংবাদ। বোর্ডের সঙ্গে সাকিবের এতো বড় সমস্যা যে অন্যভাবে সমাধান করা গেলো না!”
Discussion about this post