ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিততে জিততে চট্টগ্রাম টেস্টে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে টিম টাইগার্স। এরইমধ্যে গত রোববার জানা গেল চলতি সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে বেশ চিন্তিত স্বাগতিকরা। তবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এনক্রুমাহ বনার বলছেন, সাকিবকে ছাড়াও বাংলাদেশ ভালো দল। যে কারণে মুমিনুল হকের দলকে তারা হালকাভাবে নিচ্ছেন না।
ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে বলতে গেলেই একাই গুঁড়িয়ে দিয়েছিলেন সাকিব। যে কারণে তিনি হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বোলিং করার সময় চোট পান বাঁ পায়ের কুঁচকিতে। টেস্ট সিরিজ শুরুর আগে সেই চোট সারিয়ে ফিট হয়ে ওঠেন। কিন্তু চোট তার পিছু ছাড়েনি। প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান বাঁ পায়ের উরুতে। এই চোটের কারণে আর ব্যাটিং বা বোলিং করতে পারেননি। চট্টগ্রাম টেস্ট শেষে জানা যায়, পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন সাকিব। মঙ্গলবার তার বদলি হিসেবে দলে নেওয়া হয় সৌম্য সরকারকে।
সাকিব না থাকলেও বাংলাদেশকে হালকেভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন এনক্রুমাহ বনার, ‘সাকিবের অনুপস্থিতি তাদের জন্য বিশাল ক্ষতি। তার পারফরম্যান্স ভালো, অভিজ্ঞও। তবে সাকিবকে ছাড়াও তারা ভালো একটি দল। তাই কোনো কিছুই হালকাভাবে নিচ্ছি না। আমরা একই প্রস্তুতি নিব, যা আমাদের ভালো ফলাফলও এনে দিচ্ছে। জেতাটা গুরুত্বপূর্ণ; শুধু আমাদের জন্যও নয়, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা সমর্থকদের জন্যও।’
বর্নার আরও বলেন, ‘আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল থাকা এবং দেশের জন্য লড়াই করা খুব গুরুত্বপূর্ণ।’
সাকিবকে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেই নয় বাংলাদেশ পাবে না আসন্ন নিউজিল্যান্ড সফরেও। সে সময় সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এরইমধ্যে এ তারকা বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন।
Discussion about this post