ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ খেলেছেন তিনি। এখন টেস্ট নিয়ে ব্যস্ত এ তারকা। এবার পালা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রত্যাবর্তনেরও। এপ্রিলে শুরু হতে যাওয়া বিশ্ব ক্রিকেটের এই জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এরমধ্যেই ভারতের একটি সংবাদ মাধ্যম ধারণা করছে অলরাউন্ডার শ্রেণিতে সাকিবকে পাওয়ার প্রতিযোগিতায় নামতে পারে আইপিএলের তিনটি স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল সাকিব সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। সেবার সানরাইর্জার্স হায়দরাবাদের হয়ে খেললেও বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। দলটির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। যদিও আইপিএলের ঐ আসরের পরই বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে দারুণভাবে জ্বলে উঠেছিলেন সাকিব। উইন্ডিজদের বিপক্ষে প্রত্যাবর্তনের সিরিজেও জিতেছেন সিরিজ সেরার পুরষ্কার।
আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলের ১৪ তম আসরে সাকিব নেওয়ার চিন্তায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব।
বেঙ্গালুরু ২০১৬ সালের পর আবারো ২০২০ আইপিএলের প্লে অফ উঠতে পেরেছিল। কোহলি, এবি ডি ভিলিয়ার্স আর তরুণ তুর্কি দেবদূত পাড্ডিকাল থাকায় দলটির টপ অর্ডার বেশ পাকাপোক্ত। কিন্তু এবারের আসরের জন্য তারা মইন আলি সহ বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটার ছেড়ে দেয়ায় দেশী খেলোয়াড় কোটা খালি রয়েছে। সেক্ষেত্রে দলটি মিডল অর্ডারে ব্যাটিং অর্ডার মজবুত করতে এবং বোলিং বৈচিত্র আনতে সাকিবকে দলে পেতে চাইবে।
এদিকে রাজস্থান রয়েলস সম্প্রতি অধিনায়ক স্টিভ স্মিথকেও ছেড়ে দিয়েছে। ফলে বিদেশী কোটা খালি রয়েছে তাদের। অন্যদিকে দলটির স্পিনার রাহুল তেওয়াতিয়া এবং শ্রেয়াস গোপাল গত আসরে ভালো করতে না করায় স্পিন বৈচিত্র আনতে ফ্র্যাঞ্চাইজিটি সাকিবকে দলে ভেড়াতে পারে। সেক্ষেত্রে বেন স্টোকস, জস বাটলার, স্যানজু স্যামসনদের সঙ্গে একজন বাড়তি ব্যাটসম্যানও পাবে রাজস্থান। এই দুই দলকে টেক্কা দিয়ে সাকিবকে অবশ্যই দলে পেতে চাইবে পাঞ্জাব।
Discussion about this post