পাহাড় সমান লক্ষ্যের সামনে দাঁড়িয়ে দারুণ লড়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু শেষে সমীকরণ মিলল না। ঢাকা প্রিমিয়ার লিগে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ২৪ রানের জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩৩৩ রানের বিশাল লক্ষ্য ছুঁতে গিয়ে সাইফ হাসান ও আফিফ হোসেনের দুর্দান্ত লড়াই সত্ত্বেও জয় থেকে দূরে থাকতে হয় তাদের।
বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। ওপেনার আশিকুর রহমান ১৮ রান করে ফিরে গেলেও মূল লড়াইটা শুরু হয় ইয়াসির আলি রাব্বি ও মইন খানের ব্যাট থেকে। দুজন মিলে ১৪৬ রানের বিশাল জুটি গড়েন। মইন খান ৬২ রানে ফিরলেও ইয়াসির আলি ছিলেন অবিচল। শেষ পর্যন্ত তিনি ১২১ বলে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ দিকে জিয়াউর রহমান মাত্র ১৮ বলে ৪০ রান করে দলের স্কোরকে ৩৩২ রানে নিয়ে যান। রূপগঞ্জের বোলারদের মধ্যে তানভীর ইসলাম তিনটি উইকেট নেন, সৌম্য সরকার পেয়েছেন দুটি।
পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনার তানজিদ হাসান ১৭ রান করে ফিরলে বিপর্যয়ের শুরু। সৌম্য সরকার কোনো রান না করেই আউট হন, মাহমুদুল হাসান জয়ও ব্যর্থ হন মাত্র ৩ রানে। তবে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন সাইফ হাসান ও আফিফ হোসেন। তাদের ১৭২ রানের দারুণ জুটিতে জয়ের আশায় ছিল রূপগঞ্জ। সাইফ হাসান ৯৫ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে দলটি। আফিফ হোসেন সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯৮ রানে বোল্ড হয়ে ফেরেন। এরপর জাকের আলি মাত্র ৩ রানে আউট হলে ব্যাটিং ধস নামে রূপগঞ্জ শিবিরে।
তবে শেষ দিকে রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম চেষ্টা চালিয়ে যান। তাদের ৪৭ রানের শেষ উইকেট জুটি কিছুটা আশা জাগালেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। রাজা ৪৯ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রানে থামে রূপগঞ্জের ইনিংস।
এই জয়ে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব দুই ম্যাচে দুই জয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে রূপগঞ্জ টাইগার্স বাদে প্রতিটি দল অন্তত একটি জয় পেয়েছে। ম্যাচসেরা হয়েছেন ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলা ইয়াসির আলি রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর-
ধানমন্ডি স্পোর্টিং ক্লাব- ৩৩২/৭ ( ইয়াসির আলি রাব্বি-১৪৩,মইন খান -৬২ ,তানভীর ৩/৫০)
লিজেন্ডস অব রূপগঞ্জ-৩০৮/৯( আফিফ হোসেন ধ্রুব ৯৮, সাইফ হাসান ৯৫,মইন খান ৩/৪০)
ফল: ২৪ রানে জয়ী ধানমন্ডি স্পোর্টিং ক্লাব
ম্যাচসেরা-ইয়াসির আলি রাব্বি
Discussion about this post