ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কার বিপক্ষে বুধবারই শুরু বাংলাদেশ দলের টেস্ট মিশন। করোনার কারণে সফরে নেই বাংলাদেশি সংবাদমাধ্যম। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো পুরোপুরি দেশীয় সংবাদমাধমের উপস্থিতি ছাড়াই শ্রীলঙ্কায় খেলবে দল। সবশেষ গতবছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয় বাংলাদেশ দলকে। এরপর করোনায় পাল্টে যায় দৃশ্যপট। ১৩ মাস ধরে ভার্চুয়ালিই হচ্ছে সংবাদ সম্মেলন।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক এমনটা ঠিক পছন্দ করছেন না। সামনাসামনি সংবাদ সম্মেলনে বেশি উপভোগ্য টেস্ট অধিনায়কের কাঠে। ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করে আগে অনুভূতিটা পান না মুমিনুল। এনিয়ে নিজের মন্তব্যটা মঙ্গলবার জানালেন তিনি।
তার কাছে প্রশ্ন ছিল-সাংবাদিকদের চেহারা দেখতে হয় না এটা স্বস্তি কি না…
না। আমি সবসময় সাংবাদিক মিস করি। যখন থেকে বাংলাদেশ দলে খেলি চেষ্টা করতাম প্রতিদিন প্রেস কনফারেন্সে যাব। এই জিনিসটা আমার ভালো লাগত। তার মানে প্রতিদিন দলের জন্য কন্ট্রিবিউট করা লাগবে। সত্যি বলতে এখন সংবাদ সম্মেলনের আগের অনুভূতিটা আসে না। সামনাসামনি থাকলে আরও বেশি উপভোগ করি। খুব মিস করি।
Discussion about this post