বাংলাদেশের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রিচার্ড হ্যালসল। তাকে ঘিরে যে গুঞ্জন ছিল তখন তা শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খবরটি নিশ্চিত করেছে। নিদাহাস ট্রফির পর বোর্ড অবশ্য জানায় হ্যালসলে ছুটিতে রয়েছেন। কিন্তু দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি এবার নিশ্চিত করেছে, রিচার্ড হ্যালসল পদত্যাগ করেছেন। পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘রিচার্ড অফিসিয়ালি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি, তার সিদ্ধান্তটা পুরোপুরি পারিবারিক কারণে। কারণ তিনি তার অসুস্থ বাবা কাছাকাছি থাকতে চান। বোর্ড (বিসিবি) তার অগ্রাধিকারকে অবশ্যই প্রাধান্য দেবে এবং এ কারণেই তার পদত্যাগ পত্র আমরা গ্রহণ করে নিয়েছি।’
চার বছর বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন হ্যালসল। তার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন বিসিবি প্রধান নির্বাহী। বলেন, ‘রিচার্ড গত চার বছর ধরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একজন পূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। এমনকি গত চার বছরে বাংলাদেশের যে সাফল্য অর্জিত হয়েছে, সেগুলোতে তিনি ছিলেন অংশীদার।’
আবার বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন হ্যালসলও, ‘চার বছর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার জন্য বিসিবিকে বিশেষ ধন্যবাদ। বেশ কয়েকজন চমৎকার সহকর্মীর সঙ্গে আমি কাজ করেছি। যেটা আমার ক্যারিয়ারকে আরও উন্নত এবং সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দারুণ ভুমিকা রাখবে।’
এরআগে ২০১৪ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল বিসিবি। এরপর দুই বছর বাংলাদেশের ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন তিনি।
Discussion about this post