ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উদার নীতি থেকে দূরে সরে এসেছে। বিশ্বকাপে মনোযোগে সমস্যা হতে পারে এ কারণে পরিবারের সঙ্গ পাচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপ চলাকালীন সময়ে স্ত্রী-সন্তানদের কাছে রাখতে পারছেন না সরফরাজ আহমেদদের। অবশ্য অন্য দেশের ক্রিকেট বোর্ড এনিয়ে বেশ উদারই থাকছে।
এবারের বিশ্বকাপ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। দশ দলই একে অপরের মুখোমুখি হবে। দেড় মাসের টুর্নামেন্ট। এ জন্যই পরিবারের মানুষ সঙ্গ চেয়েছিলেন ক্রিকেটাররা। কিন্তু পিসিবি বিশ্বকাপ চলাকালীন টিম হোটেলে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের নিষিদ্ধ করেছে।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ চলাকালীন স্ত্রী-সন্তানকে টিম হোটেলে রাখেন পাকিস্তানের ক্রিকেটাররা। দল হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবে। এ অবস্থায় বিশ্বকাপের ম্যাচ চলাকালীন টিম হোটেলে পরিবারকে রাখা নিষেধ। তবে বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে বিশ্বকাপ চলাকালীন স্ত্রীকে রুমে রাখতে পারবেন শুধুই হারিস সোহেল।
পিসিবির নতুন নীতিমালা অনুযায়ী, বিশ্বকাপের মধ্যে ক্রিকেটারেরা পরিবারের সঙ্গে থাকতে পারবেন না। তবে বিশ্বকাপের মধ্যে পরিবার যদি ক্রিকেটারদের সঙ্গে ভ্রমণ করতে চায় তাহলে সেসবের ব্যবস্থা ব্যক্তিগত উদ্যোগে করতে হবে।
৩০ মে ইংল্যান্ডে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ৩১ মে নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।
Discussion about this post