ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল দেশের সব ক্রীড়া ইভেন্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তাই গুঞ্জন, আপাততঃ স্থগিত হয়ে যেতে পারে ঢাকার ক্লাব ক্রিকেট লিগ। এ ব্যাপারে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দীন সুজন জানিয়েছেন, সরকার বললেই লিগের খেলা বন্ধ রাখা হবে।
সোমবার লিগ চলা বা বন্ধ নিয়ে নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে অবস্থা, আমাদের সভাপতি আগেই বলেছেন যে, সরকার যে নির্দেশনা দেবে আমরা সেটা অনুসরণ করব। এই সময় যে মেডিক্যাল বা অন্যান্য অ্যাডভাইজরিগুলো আসছে এটার ওপর ভিত্তি করে আমরা টুর্নামেন্টের আয়োজককে নির্দেশনা দিয়েছি। সেভাবে খেলাগুলো চালানো হচ্ছে। এর বাইরে যেটা হচ্ছে, দর্শক সমাগম হচ্ছে না। তাৎক্ষণিক যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে লেস গেদারিং। এখন পর্যন্ত সেভাবেই হচ্ছে। এর সাথে প্রাসঙ্গিক যারা আছে, তাদের সাথে আমরা কথা বলব। বিশেষ করে ক্লাব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো। তাদের মতামত নিয়ে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
নিজাম উদ্দিন চৌধুরী যায় বলুক না কেন, বেশিরভাগ ক্লাব লিগ চালিয়ে যাওয়ার পক্ষে। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন আজ জানিয়েছেন, আমরা পরিস্থিতি নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করছি। ক্লাবগুলোর সাথে আজকেও কথা হয়েছে। তবে বেশিরভাগ ক্লাব লিগ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। কারণ মাঠে দর্শক নেই। প্রায় খালি স্টেডিয়ামে খেলা হচ্ছে। আর ক্রিকেটাররা বোর্ডের নির্দেশনা মেনে চলছেন। সবাই সচেতন। সতর্ক-সাবধানি। তারপরও যদি পরিস্থিতি এমন হয়, তখন স্থগিত রাখার চিন্তা করা হবে।
উল্লেখ্য, রোববার থেকে ১২ দল নিয়ে শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু দু’দিন না যেতেই শুধুমাত্র করোনাভাইরাস আতঙ্কে এ টুর্নামেন্ট স্থগিত হয়ে গেল।
সোমবার এক বিবৃতিতে বিসিবি জানায় আপাতত স্থগিত ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড। তারা জানায়, ‘সূচি অনুযায়ী ১৮ ও ১৯ মার্চ হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।’
Discussion about this post