ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি আরেকটি হলে হোয়াইটওয়াশের লজ্জা পেতে যাচ্ছিল। কিন্তু সিরিজ হারলেও সেই লজ্জা থেকে বাঁচল পাকিস্তান। শাদাব খানের ব্যাটে-বলে দাপট ও মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ে ২৭ রানে জিতেছে সফরকারীরা। তারপরও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।
বুধবার সেঞ্চুরিয়নে ২০ ওভারে পাকিস্তানের ৯ উইকেটে ১৬৮ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা আটকে যায় ১৪১ রানে।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের কোন ব্যাটসম্যানই ৩০ রানের ইনিংস খেলতে পারেনি। ৫ চারে ১১ বলে ২৩ রান করেন বারব আজম। ২২ বলে সর্বোচ্চ ২৬ রান মোহাম্মদ রিজওয়ানের। ২০ বলে ২৫ তুলেন আসিফ আলি। মাত্র ৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংস আসে শাদাবের ব্যাটে। থেকে।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাঁহাতি পেসার হেনড্রিকস নেন ১৪ রানে ৪ উইকেট। ক্রিস মরিস নেন দুটি উইকেট।
জবাবে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ক্রিস মরিস। ২৯ বলে করেন ৫৫ রান। আর রাসি ফন ডার ডাসেন করেন ৩৫ বলে ৪১। কিন্তু অন্যরা ব্যর্থ। ৩৪ রানে শাদাব নেন ২টি উইকেট। মোহাম্মদ আমির ২৭ রানে শিকার করেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৬৮/৯ (বাবর ২৩, ফখর ১৭, রিজওয়ান ২৬, মালিক ১৮, তালাত ৩, আসিফ ২৫, ইমাদ ১৯, ফাহিম ৪, শাদাব ২২*, আমির ০, শাহিন ০*,; বিউরান হেনড্রিকস ৪/১৪, ডালা ০/১৭, মরিস ২/২৭, সিপামলা ১/২৫, শামসি ০/৩০, ফেলুকওয়ায়ো ১/৪১)।
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪১/৯ (রিজা হেনড্রিকস ৫, মালান ২, ফন ডার ডাসেন ৪১, ক্লাসেন ২, মিলার ১৩, ফেলুকওয়ায়ো ১০, মরিস ৫৫*, বিউরান হেনড্রিকস ৩, ডালা ৫, সিপামলা ০, শামসি ০*; ইমাদ ১/১৯, শাহিন শাহ ১/২৩, আমির ৩/২৭, শাদাব ২/৩৪, ফাহিম ২/৩৪)।
ফল: পাকিস্তান ২৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: শাদাব খান
সিরিজসেরা : ডেভিড মিলার
Discussion about this post