একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে সম্প্রচার সংকট-দুইয়ের চাপে দুলছে এশিয়া কাপ ২০২৫। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন প্রশ্ন উঠছে-এই টুর্নামেন্ট আদৌ হবে তো? আর হলে কি ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধে টিভির পর্দায় চোখ রাখতে পারবেন দর্শকরা?
মূল সংকটের কেন্দ্রবিন্দুতে সম্প্রচার। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত ১৪৮০ কোটি টাকার সম্প্রচার চুক্তি করেছে ভারতীয় প্রতিষ্ঠান সনি স্পোর্টস নেটওয়ার্ক। তারা এখন পাকিস্তানে সম্প্রচারের জন্য আলাদাভাবে ২৫% অর্থাৎ প্রায় ৩৭০ কোটি টাকা দাবি করছে, যা এতদিন ছিল মাত্র ১০%।
এই হঠাৎ আর্থিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সব সম্প্রচারকারীকে এক ছাতার নিচে আনতে না পারলে হয়তো আমাদের সম্প্রচারই ছেড়ে দিতে হবে।’
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে-পাকিস্তানে কি এবারের এশিয়া কাপ দেখা যাবে? যদি পিসিবি দাবি মেনে নিতে না পারে, তবে পাকিস্তানে টুর্নামেন্টের সম্প্রচার না হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি পিসিবি বলছে, সনি স্পোর্টসের এ দাবি শুধু আর্থিক নয় বরং ‘রাজনৈতিক খেলা’।
সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সেটিও এখন ঘন কুয়াশার মধ্যে। কাশ্মীর পরিস্থিতি, ‘অপারেশন সিঁদুর’, পাহেলগামে জঙ্গি হামলার জেরে দু’দেশের রাজনৈতিক সম্পর্ক রীতিমতো টানটান। ভারত ইতিমধ্যেই আইসিসিকে অনুরোধ করেছিল বড় প্রতিযোগিতায় পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে না রাখতে। সেই অনুরোধ এশিয়া কাপে মানা হয়নি।
Discussion about this post