মাঠে বল গড়ানোর আগেই সুখবর! বাংলাদেশে ১৬ মার্চ থেকে শুরু হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট গড়েছে নতুন রেকর্ড। টেলিভিশন সম্প্রচারে এবারের টুর্নামেন্ট ছাড়িয়ে গেছে অতীতের রেকর্ড।
জানা গেল, ২০ ওভারের এই বিশ্বসেরার লড়াই দেখতে পাচ্ছেন প্রায় ১৮০ কোটি মানুষ। যা কিনা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।
এই টি-টুয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারিত হচ্ছে ২০টি ভাষায়। খেলা দেখা যাচ্ছে ২৯টি চ্যানেলে। অতীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোন আয়োজন এত মানুষ দেখেনি। একইসঙ্গে এতো চ্যানেলেও একযোগে প্রচার হয়নি। এই তথ্যগুলো দিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
তাইতো খেলা সম্প্রচারেও থাকছে ভিন্নমাত্রা। এই প্রথম একটি ক্রিকেট ম্যাচে থাকবে ২৮টি ক্যামেরা। গ্রাফিক্স বিভাগও নতুনত্ব রাখছে।
সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেবে বাংলাদেশে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ!
Discussion about this post