মিরপুরে সিরিজের প্রথম টেস্টে হারার পরই খবরে এসেছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার প্রসঙ্গ। এনিয়ে এখন উত্তাল চারপাশ। তার মধ্যেই মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে।
এ অবস্থায় টেস্টের আগের দিন গণমাধ্যমের সামনে আসলেন না নাজমুল হোসেন শান্ত। তার বদলে দেখা গেল তাইজুল ইসলামকে। তিনি মুখোমুখি হয়েই শান্তর নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গটা আরও চাঙ্গা করে দিলেন।
তাইজুলকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলো- অধিনায়কত্ব নিতে প্রস্তুত কি না? বাঁহাতি এই স্পিনারের উত্তরে বললেন, ‘যেহেতু ১০ বছর ধরে খেলেছি, অধিনায়কত্ব নিতে পুরোটাই তৈরি।’ মানে নেতৃত্ব পেলে নেবেন তিনি।
যদিও শান্তর নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে তাইজুল বলছিলেন, ‘এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না এই বিষয়ে।’
একইসঙ্গে তাইজুল আরও বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ; সেটা টিমমেট হোক আর সেটা আমার দেশের জনগন হোক। আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজেশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো; এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি।’
ঢাকা টেস্টে ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আজ শুরু সকাল ১০টা থেকে।
Discussion about this post