শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের আগে দেশেই যে তিনি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন সেটা আগেই নিশ্চিত ছিল। এবার
জানা গেল ইমার্জিং এশিয়া কাপের আগে যে প্রস্তুতি ম্যাচগুলো হবে তার প্রথমটিতে খেলবেন মাশরাফি বিন মতুর্জা। ইমার্জিং কাপের আগে লাল ও সবুজ দলে ভাগ হয়ে চারটি প্রস্তুতি ম্যাচ থেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ফতুল্লায় সবুজ দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আর লাল দলের নেতৃত্বে নাসির হোসেন।
হাতের চোট থেকে মাশরাফি সেরে উঠেছেন দিন কয়েক আগেই।তারপরই দেশে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন তিনি। শুধু ম্যাশ নয়, শ্রীলঙ্কায় ওয়ানডে দলে থাকা শুভাগত হোম, সানজামুল ইসলাম ও নুরুল হাসান সোহানকেও প্রথম প্রস্তুতি ম্যাচের দলে রাখলেন নির্বাচকরা।
ওয়ানডে সিরিজে খেলতে আসছে শনিবার ঢাকা ছাড়ার কথা মাশরাফিসহ অন্যদের। ফতুল্লায় ইমার্জিং কাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ঠিক একইদিন। পরের দুটি প্রস্তুতি ম্যাচ কক্সবাজারে, ২২ ও ২৩ মার্চ।
ইমার্জিং কাপের গ্রুপ পর্ব পর্যটননগরী কক্সবাজারে। ২৭ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু।
লাল দল: আফিফ হোসেন, সাইফ হাসান, মোহ্ম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), ইয়াসির আলি রাব্বি, আবুল হাসান রাজু, মেহেদি হাসান, আবু হায়দার রনি, নাসুম আহমেদ, নাঈম জুনিয়র, শফিউল ইসলাম, ইয়াসিন আরাফাত, নুরুল হাসান সোহান ও সানজামুল ইসলাম।
সবুজ দল: মেহেদি মারুফ, আজমির আহমেদ, শাহরিয়ার নাফীস, তুষার ইমরান, তানবির হায়দার, সালমান হোসেন, জাকির হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), এবাদত হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, কাজি অনিক ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নাঈম হাসান, রাহাতুল ফেরদৌস ও সৈয়দ খালেদ হাসান।
Discussion about this post