টি-টুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় প্রতি দিনই বাড়ছে। বিশেষ করে এই প্রজন্ম ২০ ওভারের চানাচুর ক্রিকেট বেশ উপভোগ করছে। আবার ক্রিকেটাররাও ছুটছে অর্থের পেছনে। এমন কী টি-টুয়েন্টি খেলতে টেস্ট-ওয়ানডে থেকে অবসরও নিয়েছেন অনেকে!
তাইতো আগের প্রজন্মের অনেকেই ছি ছি রব তুলেছেন। তাদেরই একজন স্যার গ্যারফিল্ড সোবার্স। ক্যারিবিয়ান এই কিংবদন্তি বললেন, ‘দেখুন টি-টুয়েন্টি ক্রিকেটের বারোটা বাজিয়ে দিচ্ছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের এখন প্রায় শেষ করে দিয়েছে।’
তার সময়ে যদি ২০ ওভারের এই ক্রিকেট থাকতো, তিনি খেলতেন? ৯৩ টেস্টে ৮০৩২ রান করা সোবার্স জানালেন, ‘আসলে কখনো নিজের কথা ভেবে খেলিনি। অর্থ-কড়ির কথা তো ছেড়েই দিলাম, রেকর্ডের কথা ভেবেও খেলিনি। যা করেছি, শুধু ওয়েস্ট ইন্ডিজ দলের কথা ভেবে করেছি।’
সোবার্সের আক্ষেপ এখন দেশপ্রেমিক ক্রিকেটারের বড্ড অভাব। বললেন, ‘সত্যি বলতে কী ওয়েস্ট ইন্ডিজে দেশপ্রেমিক ক্রিকেটারের দারুণ অভাব। আমাদের অধিকাংশ ক্রিকেটারই খুব গরীব ঘর থেকে উঠে আসে। তাদের পক্ষে এতো ডলারের লোভ সামলানো সহজ নয়।’
সোর্বাস চাইছেন টি-টুয়েন্টির এই উন্মাদনা বন্ধ হোক!
Discussion about this post