ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাশরাফি বিন মর্তুজা দ্বায়িত্বটা ছাড়তেই নেতৃত্বে আসেন তিনি। এই প্রথম নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে গেলেন কোন এক সফরে। এমন এক মিশন যেখানে জয় অধরা বাংলাদেশের। ২৬ ম্যাচ খেলে শুধু হারই সঙ্গী হয়েছে! নিউজিল্যান্ড সফরে অবশ্য আত্মবিশ্বাসী তামিম ইকবাল। আবার বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে নিয়ে আশাবাদী দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। এই কিউই কিংবদন্তি জানালেন, বাংলাদেশের সৌভাগ্য এই সফরে দলের অধিনায়ক তামিম ইকবাল।
এবার নিয়ে জাতীয় দলের হয়ে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে এই ওপেনার। তিনি খেলেছেন দেশটির ঘরোয়া ক্রিকেটে। অভিজ্ঞ তো বটেই। সেই সূত্র ধরেই ভেট্টোরির আত্মবিশ্বাসী। কুইন্সটাউনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে আছেন তিনি। বৃহস্পতিবার ক্যাম্পের প্রথম দিনে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এই স্পিন কোচ জানালেন-তামিমকে নেতৃত্বে দেখে তিনি খুশি।
ভেট্টোরি বলেন, ‘আমার মনে হয়- এটা বাংলাদেশের সৌভাগ্য, এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পারা। সে খুবই খোলা মনের মানুষ। এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। তামিম বোঝে আগে এখানে কোন ব্যাপারগুলি কাজ করেনি আর কোন ব্যাপারগুলি এখানে কার্যকর হবে। শুরু করার জন্য এটি খুব ভালো একটি দিক আমাদের।’
দল হিসেবে টাইগারদের নিয়ে আশাবাদী ভেট্টোরি। বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ এই সিরিজে কিছু জিনিস চেষ্টা করবে। আমরা জানি নিউ জিল্যান্ড দারুণ একটি দল, যারা খুব ভালো খেলছে। আশা করি, আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পেরেছি।’
এদিকে সফরে ২০ মার্চ ডানেডিনে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের দুই ওয়ানডে। প্রথম ওয়ানডে শুরু বাংলাদেশ সময় ভোর চারটায়। পরেরটি সকাল সাতটায়। শেষ ওয়ানডে শুরু ভোর চারটায়।
তারপর তিনটি টি-টুয়েন্টি লড়াই। ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও ওয়েলিংটনে। প্রথম টি-টুয়েন্টি শুরু বাংলাদেশ সময় সকাল সাতটায়। পরের দুটি দুপুর ১২টায়।
Discussion about this post