নিদহাস ট্রফির ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে সাতটায় মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ রোহিম শর্মার ভারত। প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই লড়াই। এই ম্যাচের আগে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের স্মৃতি ফিরে এসেছে।২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটুর জন্য হার মেনে নিতে হয়েছিল। ম্যাচের শেষ ওভারে ৩ বলে এক পর্যায়ে ২ রান করলেই জয়, এমন সমীকরণের সামনে দাঁড়িয়েও দল হার মানে। ১ রানে দুঃখজনক সেই পরাজয়ের অবশ্য এখন আর নেই। সেই স্মৃতিটা আর মনে করতে চাইছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নিদহাস ট্রফিতে মাঠে নামার আগে জানিয়ে রাখলেন, অতীত নিয়ে ভাবনার সময় নেই।
বুধবার কলম্বোতে তিনি বললেন ‘দেখুন, বেঙ্গালুরুর ম্যাচ বেঙ্গালুরুতেই শেষ। ক্রিকেটে দুর্ঘটনা হতেই পারে। এটা নিয়ে বসে থাকলে চলবে না। তবে ওখান থেকে শেখাটা জরুরি। শিখতে পারলে কাজে দেবে।’
নিদহাস ট্রফিতে ভারত তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে রেখেছ। খেলছেন না মহেন্দ্র সিং ধোনির মতো তারকাও। এ অবস্থায় নিদহাস ট্রফির প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে দল হেরেছে ৫ উইকেটে। বাংলাদেশের বিপক্ষে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে তারা।
টাইগারদের বিপক্ষে খেলা ৫ টি-টুয়েন্টি ম্যাচেই জয়ের রেকর্ড আছে ভারতের। তবে কে জানে এবার খর্ব শক্তির দলটাকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ। তাছাড়া টি-টুয়েন্টিতে সত্যিকার অর্থে ফেভারিট বলে কেউ নেই।
Discussion about this post