ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি শুধু বড় ক্রিকেটারই নন, একজন বড় মনের মানুষও। করোনাভাইরাসে দেশের এই দুঃসময়ে তামিম ইকবাল আছেন আর্ত মানুষের পাশে। এবার সন্তানসম্ভবা মায়েদের পাশে দাঁড়ালেন তিনি। তাদের খাবারের ব্যবস্থা করেছেন দেশসেরা ওপেনার। রংপুরের শতাধিক মায়ের কাছে এই উপহার পাঠালেন ওয়ানডে অধিনায়ক।
রংপুরের নারী ক্রিকেটার আরিফা জাহান বিথীর হাত দিয়ে এই উপহার পৌঁছে দিলেন তামিম। তার সঙ্গে এই কাজে যুক্ত আছেন আরেক ক্রিকেটার রুবেল হোসেনও।
বিথী গণমাধ্যমে জানালেন, ‘দেখুন, করোনা শুরুর পর আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলে দেই যে কেউ যদি এমন থাকেন যে খাবার পাচ্ছেন না, কিন্তু কাউকে বলতে পারছেন না, তাহলে আমাকে জানাতে পারেন। এরপর থেকেই সবাইকে সাহায্য করছি যা এখনো চলছে। কিছুদিন আগে একজন গর্ভবতী মা আমাকে ফোন করেন। তিনি জানান, এই সময়ে কাজে যেতে পারছেন না বিধায় তার অনেক কষ্ট হচ্ছে। এরপর পুরো ব্যাপারটা আমার বড় বোনকে জানাই। আমাকে গর্ভবতী মায়েদের পাশে দাঁড়াতে বলেন তিনি।’
বিথী আরও জানান, ‘আমি ফেসবুক স্ট্যাটাস দেই, এখন থেকে গর্ভবতী মায়েদের কাছে খাবার পৌঁছে যাবে। এটাতেও অনেক সাড়া পাই। এটা জানার পর তামিম ভাই আমাকে সাহায্য করেছেন। সামনে আরও করবেন বলেছেন। রুবেল ভাইও অনেক সাহায্য করেছেন।’
এদিকে করোনার দুঃসময়ে তামিম ইকবাল নিজের কোচদের কষ্টের খবর পেয়ে ছুটে গেলেন। চট্টগ্রামের কয়েকজন সিনিয়র কোচ এই দুর্দিনে সেখানকার কোচদের আর্থিক কষ্টের কথা জানিয়েছিলেন। একাডেমি বন্ধ। আয়ও বন্ধ।
তারপরই তামিম তার বড়ভাই নাফিস ইকবালকে ফোন করে দ্রুত কোচদের সাহায্যের ব্যবস্থা করার কথা বলেন। চট্টগ্রামের কাজির দেউরিতে নিজেদের পারিবারিক রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানের মাধ্যমে ৫০জন কোচের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
নাফিস ইকবাল জানালেন, ‘বাবার হাত ধরে যখন মাঠে যেতাম আমরা। এই কোচরাই আমাদের ক্রিকেটের হাতিখড়ি দিয়েছেন। দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তারা যেন বিন্দুমাত্র কষ্ট না পান, তাই প্রতিটি খামই তাদের টেবিলে গিয়ে দেওয়া হয়েছে। তামিম এটা প্রচার করতে চায়নি। তবে কোচরাই চেয়েছেন এটা প্রচার হোক।’
Discussion about this post