মাঠে তারও থাকার কথা ছিল। নেতৃত্ব দিতে মুখিয়ে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। মাঠের বাইরে মন টিকছে না তার। শ্রীলঙ্কার বিপক্ষে সতীর্থদের টেস্ট দেখতে গ্যালারিতে চলে এসেছেন তিনি। বুধবার সকালে ঢাকা থেকে বন্দরনগরীতে যান সাকিব। বিমান বন্দর থেকে সরাসরি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে যান টাইগার টেস্ট অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর মুশফিকুর রহীমের টেস্ট নেতৃত্ব নিয়ে প্রশ্নে উঠে। তারপরই শ্রীলঙ্কা সিরিজের আগেই সাকিবকে সাদা পোশাকের নেতৃত্ব দেয় বিসিবি। কিন্তু চোটের কারণে প্রথম টেস্টে নেই। এমন কী তার ঢাকা টেস্টে খেলা নিয়েও আছে শঙ্কা! সাকিবের ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার দেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তার।
এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫১ টেস্টে ৪০.৩৮ গড়ে ৫ সেঞ্চুরি ও ২২ হাফসেঞ্চুরিতে সাকিব করেন ৩৫৯৪ রান। বল হাতে তিনি নিয়েছেন ১৮৮ উইকেট।
Discussion about this post